For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জামিল'দর্শনেই আই লিগকে পাখির চোখ করবে ইস্টবেঙ্গল, বুঝিয়ে দিলেন লালহলুদের নতুন কোচ

খালিদ জামিল ইস্টবেঙ্গলের এ মরশুমের রথের কাণ্ডারী। সোমবার থেকে দল নিয়ে নেমে পড়লেন অনুশীলনে। মরশুমে শুরুতেই নিজের ভাবনাচিন্তার রূপরেখা জানিয়ে দিলেন আইজল থেকে আসা আই লিগ জয়ী কোচ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মুম্বই এফসি, আইজল এফসি হয়ে এবার কলকাতা ময়দান। সাগর পাড়, পাহাড় ঘুরে এবার ভারতীয় ফুটবলের মক্কায় আই লিগ জয়ী কোচ খালিদ জামিল। দৃঢ়প্রতিজ্ঞ, স্বপ্লভাষী কোচ নিজের ব্লুপ্রিন্ট গোপন রেখে ফোকাস ঠিক রাখার বার্তা দিলেন ফুটবলার থেকে সমর্থক সকলকেই।[আরও পড়ুন:নতুন কোচ, নতুন উন্মাদনায় অনুশীলন শুরু লালহলুদে, দূরে হঠবে কি অপেশাদারিত্ব ]

প্রথম দিনে এত সমর্থক এরকম পরিবেশ কীরকম মনে হল?

প্রথম দিনে এত সমর্থক এরকম পরিবেশ কীরকম মনে হল?

খুব ভাল, এত সমর্থক। এই সমর্থনটা যেন গোটা মরশুমে থাকে। আমরা ভাল কিছু করে দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী।

মাঠের কী অবস্থা দেখলেন ?

মাঠের কী অবস্থা দেখলেন ?

মাঠ বেশ ভাল, এখন তো বৃষ্টি হয়নি, তাই কাদাও নেই। তবে বৃষ্টি হলে কী হবে সেটা এখন ঠিক বলা সম্ভব নয়। বৃষ্টি হলে তখন দেখা যাবে।

দলে বেশির ভাগ নতুন মুখ কীরকম ভাবে দেখছেন?

দলে বেশির ভাগ নতুন মুখ কীরকম ভাবে দেখছেন?

হ্যাঁ ঠিকই, প্রায় ৯০ শতাংশ নতুন মুখ। তাই সকলকে দেখে নিতে প্রথম দিনেই ম্যাচ খেলালাম। বিদেশিরা ২৫ তারিখের পর যোগ দেবেন। ৬ অগাস্ট কলকাতা লিগের প্রথম ম্যাচ। তবে বিদেশিরা মাত্র দিন দশেক দলের সঙ্গে অনুশীলন করলেও কোনও অসুবিধা হবে না। তাঁরা পেশাদার প্লেয়ার যেকোনও পরিস্থিতিতে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন।

আপনি আইলিগ জয়ী কোচ কিন্তু কলকাতার মাঠে এটা প্রথম পদক্ষেপ কী ভাবে দেখছেন?

আপনি আইলিগ জয়ী কোচ কিন্তু কলকাতার মাঠে এটা প্রথম পদক্ষেপ কী ভাবে দেখছেন?

আমি আনন্দিত কলকাতার হেভিওয়েট ইস্টবেঙ্গলে কোচ হতে পেরে। চ্যালেঞ্জ আছে। দেখা যাক কী করা যায়। কলকাতা লিগে নিজে কখনও খেলেনি বা কখনও কোচিংও করিনি। প্রথম দিন অনুশীলন করলাম দেখা যাক কী হয়।

আবাসিক শিবির সম্পর্কে কী ভাবনা?

আবাসিক শিবির সম্পর্কে কী ভাবনা?

আজই সবে অনুশীলন শুরু করলাম। এখনই বলা সম্ভব নয় আবাসিক শিবির করব কিনা। ৩-৪ দিন যাক, ক্লাবকর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। দু'বেলা অনুশীলন হওয়া সম্ভব। তবে সেটাও একটু দেখে নিয়ে সিদ্ধান্ত নেব। সুইমিং ফুটবলাররা নিজেদের পছন্দমত করতেই পারে।

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি নিয়ে কী ভাবনা?

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি নিয়ে কী ভাবনা?

মোহনবাগান সবসময়েই ভাল দল। ওঁদের দলেও অনেক নতুন ফুটবলার থাকলেও ওঁরা ঠিক নিজেদেরটা গুছিয়ে নেবেন। ডার্বি সহজ ম্যাচ হবে না।

কলকাতা লিগের ম্যাচে-র জন্য সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন?

কলকাতা লিগের ম্যাচে-র জন্য সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন?

অর্ণব, রফিক,কেভিন লোবো -রা রয়েছেন। আমি ওঁদের সঙ্গে নিশ্চয় কথা বলব। তবে আমি শুধু সিনিয়রদের সঙ্গে কেন, আমি জুনিয়রদের সঙ্গেও কথা বলি। আমি দলের ভালর জন্য সকলের সঙ্গেই কথা বলি।

 এই মরশুমে দলে যোগ দিলেন মিরান্ডা গার্সিয়া ,চোট সমস্যা কী অনেকটা কমে যাবে?

এই মরশুমে দলে যোগ দিলেন মিরান্ডা গার্সিয়া ,চোট সমস্যা কী অনেকটা কমে যাবে?

চোটে কারোর হাত নেই, তবে চোট প্রবণতা কমানো যায়। অনুশীলন করার সময় সাবধান হতে হবে। গার্সিয়া ভাল ফিজিও। তবে সবে শুরু , এখন সময় বলবে।

English summary
Khalid Jamil starts a new season with new hope
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X