For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন পাননি, থাকার কোনো জায়গা নেই! দূতাবাসে রাত কাটাচ্ছেন দুবার বিশ্বকাপ খেলা জনি অ্যাকোস্টা

বেতন পাননি, থাকার কোনো জায়গা নেই! দূতাবাসে রাত কাটাচ্ছেন দুবার বিশ্বকাপ খেলা জনি অ্যাকোস্টা

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগের মাঝে বিদায়ী স্পনসরের অপেশাদারিত্ব নিয়ে বারেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের বিশ্বকাপার বিদেশি জনি অ্যাকোস্টা। এবার ক্ষোভ উগরে দিলেন তাঁর ম্যানেজার।

দিল্লিতে দূতাবাসে রাত কাটাচ্ছেন জনি

দিল্লিতে দূতাবাসে রাত কাটাচ্ছেন জনি

ইস্টবেঙ্গল থেকে বেতন বাকি, তারপর দেশে ফেরার জন্যে তাঁর টিকিটেরও ব্যবস্থা করা হয়নি। কোস্টারিকার হয়ে ব্রাজিলের নেইমারের বিরুদ্ধে বিশ্বকাপে খেলেছেন। সেই বিদেশি ফুটবলার ভারতে এসে বিশ্বমহামারী করোনার মাঝে এমন সংকটে পড়বেন ভাবতে পারেরনি। ভারতীয় ফুটবল ক্লাবে খেলার তিক্ত অভিজ্ঞতা হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অ্যাকোস্টা। দেশে ফেরার অপেক্ষায় দিল্লিতে কোস্টারিকান দূতাবাসে রাত কাটাচ্ছেন তিনি।

মে মাসে স্প্যানিশ বিদেশিদের ফিরিয়েছে কোয়েস

মে মাসে স্প্যানিশ বিদেশিদের ফিরিয়েছে কোয়েস

মে মাসের শুরুতে করোনা আবহে দুই প্রধানে স্প্যানিশ ফুটবলাররা দেশে ফিরে গিয়েছিলেন। কলকাতা থেকে দিল্লি হয়ে আমাস্টারডাম। সেখান থেকে মোহন-ইস্টের স্প্যানিশ বিদেশিরা স্পেন ফিরেছিলেন। অন্য সব বিদেশিদের ক্ষেত্রে করোনা আবহে দেশে ফেরানো উদ্যোগ নেওয়া হলেও তাঁর ক্ষেত্রে বারবার পরিস্থিতির দোষ দিয়ে ফেরানো হয়নি বলে অভিযোগ করেছেন অ্যাকোস্টা।

জুনে দুই বিদেশিকে পাঠালেও জনির জন্য নেই টিকিট

জুনে দুই বিদেশিকে পাঠালেও জনির জন্য নেই টিকিট

এমনকি জুনে ইস্টবেঙ্গলের ফিজিও কার্লোস নেদার ও কলকাতায় আটকে থাকা আরেক বিদেশি কাশিম আইদারাকে ফেরানো ব্যবস্থা করা হলেও তাঁর টিকিট পাওয়া যাচ্ছে না বলে অজুহাত দেওয়া হয়। যারপর ভারতে এসে এমন দুর্ব্যবহারের ও অসম্মানিত হতে হবে বলে স্বপ্নেও ভাবেবনি বলে জনি জানান।

জনির ম্যানেজারের বক্তব্য

জনির ম্যানেজারের বক্তব্য

জনির ম্যানেজার রদ্রিগেজ জানিয়েছেন, ভারতে অ্যাকোস্টাকে অপমান করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ দুটি বিশ্বকাপ খেলেছে। তার নূন্যতম সম্মান পাওয়া উচিত ছিল। চুক্তি শেষের আগে জনিকে ছেঁটে ফেলা হয়। দুমাসের বেতন দেওয়া হয়নি। ফ্ল্যাট খালি করে দিতে বাধ্য করা হয়। দেশে ফেরার ব্যবস্থাও করা হয়নি। শনিবার নিজের টাকাতেই দিল্লি থেকে কোস্টারিকা ফেরা নিয়ে আশাবাদী জনি।'

ফিফায় যাওয়ার হুমকি

ফিফায় যাওয়ার হুমকি

ক্লাবের এমন অপেশাদারিত্বের কারণে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় যাওয়ার কথা জনির ম্যানেজার জানিয়েছেন। ক্লাব অবশ্য দায় ঝেড়ে ফেলেছে। ক্লাবের দাবি জনির সঙ্গে সব চুক্তিই বিদায়ী স্পনসরের ছিল। তাই এই নিয়ে কোন কিছুই তাদের হাতে নেই।

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে কালি লাগানোর চেষ্টা শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর!ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে কালি লাগানোর চেষ্টা শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রীর!

English summary
Johnny Acosta shelters at costarican embassy,after East bengal arrange no flight tickets to return home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X