হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিষ্ফলা ম্যাচ, ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল জামশেদপুর-হায়দরাবাদ
সুপার সানডের প্রথম মহারণে তিলক ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামেশদপুর-হায়দরাবাদের কেউই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। দুই দল একাধিকবার চেষ্টা করলেও এদিন গোলমুখ খুলতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ০-০ ব্যবধানে জামশেদপুর-হায়দরাবাদ ম্যাচ শেষ হল।

হায়দরাবাদের অধিনায়ক আরিদানে সান্তানা জামশেদপুরের গোলকিপারকে বেশ কয়েকবার ব্যস্ত রাখেন। অন্যদিকে জামশেদপুরের ভালসকিসও হায়দরাবাদের রক্ষণকে বেশ কয়েকবার বিব্রত করলেন, কিন্তু কেউই শেষ হাসি হাসতে পারলেন না। হায়দরাবাদের আরিদানে সান্তানা ম্যাচের সেরা হয়েছেন।
দুই অর্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। ফলে ম্যাচে গোল হলে সব মিলিয়ে প্রায় ৪টি গোল দেখা যেত। কিন্তু দিনের শেষে গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে জামশেদপুরের খেলা অনেক বেশি আক্রমণাত্মক ছিল। নতুন বছরে এটাই জামশেদপুরের প্রথম পয়েন্ট সংগ্রহ। অন্যদিকে নতুন বছরে টানা ৩ ম্যাচে অপরাজিত থাকল হায়দরাবাদ।

এই ম্যাচে দুই দলই ১ পয়েন্ট করে পাওয়ায় পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন হল না। ১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ চার নম্বরে রইল। আর জামশেদপুর ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে।