For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের শেষ চারে জায়গা পাকা জামশেদপুর এফসি-র, হায়দরাবাদকে হারিয়ে দখল পয়েন্টের সিংহাসনও

Google Oneindia Bengali News

আইএসএলের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করল জামশেদপুর এফসি। হায়দরাবাদ এফসি আগেই শেষ চারে পৌঁছে গিয়েছিল। আজ ব্যাম্বোলিমে নিজামের শহরকে পয়েন্ট তালিকার সিংহাসনচ্যুতও করে ছা়ড়ল জামশেদপুর। শেষ ৩৫ মিনিট ১০ জনে খেলেও তারা ম্যাচ জিতল ৩-০ গোলে।

আইএসএলের শেষ চারে জায়গা পাকা জামশেদপুর এফসি-র, হায়দরাবাদকে হারিয়ে দখল পয়েন্টের সিংহাসনও

করোনা সংক্রমণের জেরে জামশেদপুর ও হায়দরাবাদের এই ম্যাচটি নির্ধারিত দিনে হয়নি। সংশোধিত ক্রীড়াসূচি অনুযায়ী আজ ছিল সেই ম্যাচ। জামশেদপুরের শেষ চারের জায়গা পাকা করতে দরকার ছিল ১ পয়েন্ট। কিন্তু পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল তারা। ফলে ১৮টি ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষে জামশেদপুর, তাদের ঝুলিতে রয়েছে ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে নেমে গেল হায়দরাবাদ এফসি। তারা আজ নিয়ে ১৯তম ম্যাচ খেলে ফেলল, হায়দরাবাদের পয়েন্ট ৩৫। জামশেদপুরের ম্যাচ বাকি ওডিশা এফসি ও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। হায়দরাবাদের শেষ ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল জামশেদপুর। পরে ব্যবধান বাড়ে। চিংলেনসানা সিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হায়দরাবাদ। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান পিটার হার্টলি। ৬৫ মিনিটে ড্যানিয়েল চিমা চুকউ জামশেদপুর এফসির তৃতীয় গোলটি করেন। ৬৮ মিনিটে লাল কার্ড দেখেন জামশেদপুরের মোবাশির রহমান। তা সত্ত্বেও গোলমুখ খুলতে পারেনি হায়দরাবাদ এফসি। এটি এবারের আইএসএলে হায়দরাবাদের চতুর্থ পরাজয়।

হায়দরাবাদ এফসি এদিন চলতি আইএসএলে সর্বাধিক গোলদাতা বার্থোলোমিউ ওগবেচে-সহ একাধিক প্রথম একাদশের ফুটবলারকে পায়নি। কারও চোট, কেউ আবার করোনা আক্রান্ত। ফলে চেনা ছন্দেও আজ দেখা যায়নি এক নম্বর দল হিসেবে খেলতে নামা হায়দরাবাদকে। কার্ড সমস্যায় জামশেদপুরেও অবশ্য ছিলেন না গোলমেশিন গ্রেগ স্টুয়ার্ট। তা সত্ত্বেও তারা তিন গোল করল এই ম্যাচে। প্রথমটি আত্মঘাতী। অধিনায়ক পিটার হার্টলি দলের দ্বিতীয় গোলটি করেন আলেকজান্দ্রে লিমার নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে। তৃতীয় গোলটির ক্ষেত্রে খাসা কামারা বল ক্লিয়ার করতে গিয়ে মিস কিক করে বসেন। তা চলে যায় লিমার পায়ে। তিনি বল বাড়ান চিমার দিকে, যিনি বল জালে জড়াতে কোনও ভুল করেননি।

English summary
Jamshedpur FC Secured Its Berth In The Top Four Of ISL. Jamshedpur Beat Hyderabad FC By 3-0 To Claim The Top Spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X