
আইএসএলে পাঁচ গোলের ম্যাচ! নর্থইস্টকে উড়িয়ে শেষ চার কার্যত পাকা জামশেদপুরের
আইএসএলে ফের দেখা গেল পাঁচ গোলের ম্যাচ, যার চারটিই দ্বিতীয়ার্ধে। আক্রমণে ঝড় তুলে নর্থইস্ট ইউনাইটেড এফসির লড়াই থামিয়ে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। বাকি তিনটি ম্যাচে আর এক পয়েন্ট পেলেই আইএসএলের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে যাবে তারা।

ফতোরদার নেহরু স্টেডিয়ামে ৩৫ মিনিটে সেমিনলেন ডঙ্গেলের করা গোলে বিরতিতে এগিয়ে ছিল জামশেদপুর এফসি। ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান গ্রেগ স্টুয়ার্ট। যদিও মাত্র এক মিনিটের ব্যবধানে গোল করে সমতা ফেরায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। ৬৬ মিনিটে লালদানমাবিয়া রালতে ও ৬৭ মিনিটে মার্সেলিনহোর করা গোলের সুবাদে।
.@jordanmurray28's brilliant touch gave @JamshedpurFC a late winner and has brought the Men of Steel a step closer to a semi-final spot! 🔥👌#NEUJFC #HeroISL #LetsFootball #JordanMurray #JamshedpurFC pic.twitter.com/5x8G09wIxz
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2022
এরপর ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন জর্ডান মারে। ম্যাচের শেষ লগ্নে অযথা কার্ড দেখে পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন গ্রেগ স্টুয়ার্ট। জামশেদপুরের এই গোলমেশিনকে রেফারি হলুদ কার্ড দেখান দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সময় নষ্টের কারণে। ফলে কার্ড সমস্যায় তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না। জামশেদপুরের পরের ম্যাচ মঙ্গলবার হায়দরাবাদ এফসি, শুক্রবার ওডিশা এফসি ও ৭ মার্চ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।
𝕁𝕠𝕚𝕟𝕥 𝕥𝕠𝕡-𝕤𝕔𝕠𝕣𝕖𝕣 𝕗𝕠𝕣 @JamshedpurFC! 🔥
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2022
Greg Stewart - Remember the name! 😉
Watch the #NEUJFC game live on @DisneyPlusHS - https://t.co/2y0FzR3qpe and @OfficialJioTV
Live Updates: https://t.co/RQxbbzXCVU#HeroISL #LetsFootball pic.twitter.com/3wabJXIdeP
আইএসএলের সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হায়দরাবাদ এফসি। ১৮ ম্যাচে তাদের রয়েছে ৩৫ পয়েন্ট। জামশেদপুর এফসি ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে এটিকে মোহনবাগান। চারে থাকা মুম্বই সিটি এফসির রয়েছে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট। পঞ্চম স্থানে কেরালা ব্লাস্টার্স এফসি, ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে। ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নর্থইস্ট রইল দশম স্থানে। কাল কেরালা ব্লাস্টার্স এফসি খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।