For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসন মাউন্ট, জর্ডান পিকফোর্ড, ট্যামি আব্রাহামের কোচকে সই করাল জামশেদপুর, ভারতে আসছেন এই দুরন্ত স্ট্রাইকার

মেসন মাউন্ট, জর্ডান পিকফোর্ড, ট্যামি আব্রাহামের কোচকে সই করাল জামশেদপুর, ভারতে আসছেন এই দুরন্ত স্ট্রাইকার

Google Oneindia Bengali News

মেলবোর্ন সিটির হয়ে এ লিগ প্রিমিয়ারশিপ এবং চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার রস্টিন গ্রিফিটসকে সই করাল মুম্বই সিটি এফসি। সিটি ফুটবল গ্রুপেরই অপর দল মেলবোর্ন এফসি থেকে মুম্বই সিটি এফসি'তে এলেন এই তারকা ব্রিটিশ স্ট্রাইকার। এক বছরের চুক্তিতে এই ফুটবলারকে সই করিয়েছে আইসল্যান্ডাররা। ২০২২/২৩ মরসুমের শেষ পর্যন্ত মুম্বই সিটি এফসির হয়ে খেলবেন তিনি।

মেসন মাউন্ট, জর্ডান পিকফোর্ড, ট্যামি আব্রাহামেরকোচকে সই করাল জামশেদপুর, ভারতে আসছেন এই দুরন্ত স্ট্রাইকার

ব্রিটিশ কোচ দেশ বাকিংহামের সঙ্গে চার বছর কাজ করার পর ফের এক বার রস্টিন গ্রিফিটস কাজ করবেন ৩৭ বছর বয়সী কোচের সঙ্গে। ২০২০/২১ মরসুমে এ লিগের ক্লাব মেলবোর্ন সিটির হয়ে প্রিমিয়ারস এবং চ্যাম্পিয়নশিপ জেতেন রস্টিন। ২০২২ এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে সেই সময়ে প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে খেলা শুরু করেন গ্রিফিটস। এ লিগে তাঁর প্রথম ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড। এর পর উত্তর কুইন্সল্যান্ড ফারি এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলেন তিনি, সেখানে দুরন্ত ফুটবল খেলেন তিনি। ক্লাবটির হয়ে ২০১১/১২ মরসুমে প্রিমিয়ারস জেতেন তিনি।

এ লিগ ছেড়ে এর মাঝে চাইনিজ সুপার লিগে গুয়াংঝাউ সিটি এবং ডাচ ক্লাব রোডা জেসির হয়ে খেলেন তিনি। পরবর্তীতে পার্থ গ্লোরির হয়ে তিনি প্রত্যাবর্তন ঘটান এ লিগে। সেখানে দুই মরসুম কাটানোর পর তিনি যোগ দেন মেলবোর্ন সিটিতে। এই ডিফেন্ডার অনূর্ধ্ব-১৭ অস্ট্রেলিয়া দলের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলেছেন। ৩২১টি ম্যাচে এই রক্ষণভাগের ফুটবলার ২৩টি গোল করেছেন।

অপর দিকে, আসন্ন মরসুমের জন্য জামশেদপুর এফসি কোচ হিসেবে নিযুক্ত করলেন আদ্রিয়ান নিল বুথরয়েডকে। নিজের কোচিং কেরিয়ারে ওয়াটফোর্ড, কোভেন্ট্রি সিটি'র
মতো দলকে কোচিং করান তিনি। এছাড়া তিনি কোচিং করিয়েছেন অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ দলে কোচিং করিয়েছেন তিনি। যুব দল থেকে বেন চিলউইল. কালাম হাডস-ওডোই, ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নল্ড, ট্যামি আব্রাহাম, মেসন মাউন্ট, জর্ডান পিকফোর্ড, অ্যারন ওয়ান বিসকের মতো ফুটবলার তৈরি হয়েছেন তিনি।

English summary
Jamshedpur FC appoints Aidy Boothroyd as Head Coach for ISL. On the other hand Mumbai City FC complete signing of Rostyn Griffiths.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X