For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে ডার্বির আগে জয় অধরা এটিকে মোহনবাগানের, ওডিশা এফসি ম্যাচ গোলশূন্য ড্র

Google Oneindia Bengali News

এটিকে মোহনবাগানে করোনা সংক্রমণ ছড়ানোয় স্থগিত রাখা হয়েছিল তিনটি ম্যাচ। ৮ জানুয়ারি ওডিশা এফসি, ১৫ জানুয়ারি বেঙ্গালুরু এফসি ও ২০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স ম্যাচ। স্থগিত থাকা ওডিশা এফসি ম্যাচটি আজ খেলল সবুজ মেরুন। যদিও ফতোরদায় এই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।

আইএসএলে এটিকে মোহনবাগান বনাম ওডিশা এফসি ম্যাচ গোলশূন্য ড্র

ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিনের ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলেছে এটিকে মোহনবাগান। তবে হাফ ডজন শট গোলে রাখলেও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামস জুটি এদিন খেলল শুরু থেকেই। গোলমুখী শটের নিরিখে বাগানের চেয়ে পিছিয়েই ছিল ওডিশা। তারা মাত্র তিনটি শট গোলে রাখতে পেরেছে, কিন্তু গোল পায়নি। যদিও দুই দলই এদিন তিন পয়েন্ট পেতে মরিয়া ছিল।

শুরু থেকে এটিকে মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের জন্য ঝাঁপালেও দুর্ভেদ্য ছিলেন ওডিশার গোলকিপার অর্শদীপ সিং। ওডিশার রক্ষণভাগও ছিল বেশ জমাট। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে ওডিশা। প্রথমার্ধে রক্ষণে সবুজ মেরুনের একের পর এক আক্রমণ থমকে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তারা। জাভিয়ের হার্নান্ডেজ, জেরি মাউইমিংথাঙ্গা ও ইসাক চাকচুয়াক অ্যাটাকিং থার্ডে বিপজ্জনক হয়ে উঠছিলেন। হার্নান্ডেজ ৮৩ মিনিটে বাগান গোলরক্ষক অমরিন্দর সিংকে পরাস্ত করে বল গোলে পাঠালেও অফ সাউডের ফাঁদে জড়িয়ে পড়েন। ৮৯ মিনিটে বাগানের সুবর্ণ সুযোগটি নষ্ট করেন প্রবীর দাস।

৮ জানুয়ারি যদি ওডিশা এফসিকে এটিকে মোহনবাগান হারাতে পারত, তাহলে লিগশীর্ষে চলে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তিনটি ম্যাচ পরপর স্থগিত থাকার পর হুয়ান ফেরান্দোর দল এদিন মাঠে নেমেও তিন পয়েন্ট আদায়ে ব্যর্থ। এদিন জিতলে ২৯ জানুয়ারি ফিরতি ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল সবুজ মেরুনের সামনে। আজ ড্রয়ের ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় সাতে থাকা এটিকে মোহনবাগানের ঝুলিতে রয়েছে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওডিশা এফসি।

English summary
ISL Match Between ATK Mohun Bagan And Odisha FC Ended In A Goalless Draw. ATKMB Now At The Seventh Position Of ISL Points Table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X