ডার্বিতে জাত চেনালেন কৃষ্ণ, আইএসএল মঞ্চে ঐতিহাসিক মহারণে জোড়া গোলে ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের
আইএসএলের ঐতিহাসিক ডার্বির রঙ সবুজ-মেরুন। জোড়া গোলে ডার্বি জিতল এটিকে মোহনবাগান। আইএসএল ডার্বিতে জাত চেনালেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে সুযোগ পেতেই এটিকে-মোহনবাগানের হয়ে গোলের দরজা খুলে দেন কৃষ্ণ। সুযোগ সন্ধানী এই স্ট্রাইকার মোহনবাগান জার্সি গায়ে চাপিয়ে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে গোল করেছিলেন। এবার দ্বিতীয় ম্যাচে বাঙালির আবাগের ডার্বি মহারণে দ্বিতীয়ার্ধে গোল করে ত্রাতা কৃষ্ণ।

৪৯ মিনিটের মাথায় হাভি হার্নান্ডেজের ক্রশ থেকে, বাঁ পায়ের জোরালো শটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান কৃষ্ণ। গতবার এটিকের হয়ে ১৫টি গোল করে সোনার বুটের লড়াই ছিলেন। মোহনবাগান জার্সি গায়ে চাপিয়ে সেই ধারাবাহিকতা দেখিয়ে দুই ম্যাচে ২টি গোল করলেন কৃষ্ণ।
তাঁর গোলেই এদিন দ্বিতীয়ার্ধে মোহনবাগান ১-০ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এরপর ৮৫ মিনিটে মনবীর সিংয়ের বিশ্বমানের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে এটিকে-মোহনবাগান। একক প্রচেষ্টায় ডান দিক দিয়ে বক্সে ঢুকে এসে কাট করে বাঁ পায়ের শটে জালে বল জড়ালেন মনবীর।
আইএসএল মঞ্চে ঐতিহাসিক ডার্বিতে বিশ্বমানের এই গোল ২৫ বছরের মনবীরকে নতুন করে প্রতিষ্ঠা দিল বলা যায়। তাঁর এক প্রয়াসের গোলেই শেষ পর্যন্ত ২-০ গোল আইএসএল মঞ্চে ডার্বি জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড।
বল পজিসনে এসসি ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থাকলেও গোলের দেখা পেয়ে আইএসএলের ডার্বি জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল এটিকে-মোহনবাগান। অন্যদিকে এটিকে হয়ে দুবার আইএসএল জয়ের পর এবার মোহনবাগানের কোচ হিসেবে ডার্বি জিতে মুকুটে নতুন পালক জুড়লেন হাবাস।
ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের হয়ে পিলকিংটন ডান পায়ের জোরালো শটে বিপদ তৈরি করলেও এটিকে-মোহনবাগানের গোলকিপার অরিন্দম শরীর ছুঁড়ে সেভ করেন। আইএসএলের প্রথম ডার্বি দুই বাঙালি গোলরক্ষকই দুর্দান্ত খেললেন।
প্রথমার্ধে ম্যাচের ৩৬ মিনিটে থ্রো থেকে প্রতি আক্রমণে ঝড় তুলে এটিকে মোহনবাগানের হাভি হার্নান্ডেজ দুরন্ত ভলিতে তেকাঠিতে বল রেখেছিলেন। হার্নান্ডেজের জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ক্লিয়ার করেন দেবজিৎ।
ম্যাচে এসসি ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ফলে হার দিয়ে আইএসএল অভিযান শুরু লাল-হলুদ ব্রিগেডের। অন্যদিকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্দান্ত শুরু এটিকে-মোহনবাগানের।