আইএসএল ডার্বি ঘিরে উন্মদনা তুঙ্গে, কলকাতা ডার্বির ইতিহাসের দ্রুততম গোলের ইতিহাস জেনে নিন
দরজায় কড়া নাড়ছে আইএসএলের প্রথম ডার্বি। ফুটবলার থেকে সমর্থকরা ইতিমধ্যেই ডার্বি ম্যাচের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। আইএসএল মঞ্চে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের যুদ্ধ ঘিরে ভারতীয় ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। এর মাঝেই ডার্বির ইতিহাসে দ্রুততম গোলে চোখ বুলিয়ে নেওয়া যাক।

৪৪ বছর পুরনো রেকর্ড মনে করিয়ে দিল মোহনবাগান
ডার্বি যুদ্ধে বাদ্যি বেজে যেতে আইএসএলের মঞ্চে প্রথমবার মোহন-ইস্টের সম্মুখ সময়ের আগে ফ্যানেদের জন্যে ডার্বি নিয়ে অনবদ্য এক নজির তুল ধরল এটিকে মোহনবাগান। ৪৪ বছরের পুরনো রেকর্ডটার কথা মনে করিয়ে দিল মেরিনার্স ক্লাব।

কলকাতা ডার্বির ইতিহাসে দ্রুততম গোল
১৯৭৬ সালে কলকাতা লিগের ডার্বি হওয়া গোলটি এখনও পর্যন্ত কলকাতা ডার্বির ইতিহাসে দ্রুততম গোল। ম্যাচ শুরুর ১৬ সেকেন্ডের মধ্যে গোল এসেছিল। কলকাতা ডার্বির ইতিহাসে ৪৪ বছর আগে সেই গোলের রেকর্ড আজও অক্ষত রয়েছে।

ডার্বির ইতিহাসের দ্রুততম গোলের ইতিহাস জেনে নিন
ম্যাচে এন উলঙ্গানাথনের ক্রস থেকে হেডে গোল করে মহম্মদ আকবর ১৬ সেকেন্ডে মোহনবাগানকে এগিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মোহনবাগান ১-০ গোলে ম্যাচট জিতেছিল।

ডার্বিতে প্রথম গোল কোন দলের
একদিকে ডার্বির ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড যেমন মোহনবাগানের ঝুলিতে তেমননি কলকাতা ডার্বিতে প্রথম গোল করার রেকর্ড ইস্টবেঙ্গলের ঝুলিতে রয়েছে। ১৯২৫ সালের প্রথম ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে নেপাল চক্রবর্তী গোল করেছিলেন। ইস্টবেঙ্গল ইতিহাসের প্রথম কলকাতা ডার্বি ম্যাচ জিতেছিল ১-০ গোলে।