আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের অধিনায়ক কে?
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই আইএসএলে প্রথমবার ডার্বি যুদ্ধ। আইএসএলের ইতিহাসে এই প্রথমবার বাঙালির চিরন্তন আবেগের ডার্বিতে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল। ফুটবলার থেকে ফ্যানেরা এখন ডার্বির উত্তাপ গায়ে মেখে মাঠে নামার জন্যে প্রহর গুনছেন।

এর মাঝেই ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগানের অধিনায়ক কে সেই প্রশ্ন ফ্যানদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রীতম কোটাল অথবা অরিন্দম ভট্টাচার্যের মধ্যে একজন অধিনায়ক হতে চলেছেন। এর আগে আইএসএলের অভিযান ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে প্রীতম কোটাল এটিকে মোহনবাগানের অধিনায়ক হিসেবে মাঠে নামেন। ম্যাচ জিতে এবছর আইএসএল অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। এবার সামনে মিশন ডার্বি। মেগা ম্যাচে দলে সবচেয়ে বেশি ডার্বি খেলা ফুটবলারই এবার অধিনায়ক হিসেবে লড়াইয়ে এগিয়ে।
ডার্বির ইতিহাসে মোহনবাগানে খেলা বঙ্গ সন্তান প্রীতম কোটাল একাধিক ম্যাচ খেলেছেন। এটিকে মোহনবাগানে খেলা ফুটবলারদের মধ্য়ে প্রতীম কোটাল সবচেয়ে বেশি ১৩টি ডার্বি ম্যাচ খেলেছেন। যার মধ্যে প্রীতম ১০টি ডার্বি জিতেছেন। সেই কারণেই আইএসএল ডার্বি ম্যাচেও সেক্ষেত্রে প্রীতমই সম্ভবত অধিনায়ক থাকতে চলেছেন। দ্বিতীয় নাম হিসেবে অরিন্দম ভট্টাচার্যের অধিনায়ক হতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের আদর্শ প্রথম একাদশ কেমন হতে পারে