For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রীতম-শুভাশিস থেকে অরিন্দম-প্রবীর, এটিকে মোহনবাগানের বঙ্গ ফুটবলারদের ডার্বি খেলার পরিসংখ্যান

প্রীতম-শুভাশিস থেকে অরিন্দম-প্রবীর, এটিকে মোহনবাগানের বঙ্গ ফুটবলারদের ডার্বি খেলার পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ডার্বি মানেই মর্যাদার ম্যাচ। ঘটি-বাঙাল, ইলিশ চিংড়ির এই লড়াই ঘিরে কত ইতিহাস। সেই ইতিহাসের এবার জুড়তে চলেছে নতুন পালক। এবার আইএসএল মঞ্চে প্রথম ডার্বি ম্যাচ। ভারতীয় ফুটবলের ইতিহাসে দেশের এক নম্বর লিগে এভার কলকাতা ডার্বি মহারণ। শুক্রবার ভারতীয় সময় এটিকে-মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের ডার্বি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীদের প্রহর গোনা শুরু। তার আগে একনজরে পরিসংখ্যানে চোখ বোলানো যাক।

এটিকে মোহনবাগানের বঙ্গব্রিগেড

এটিকে মোহনবাগানের বঙ্গব্রিগেড

এটিকে মোহনবাগানের সাত বঙ্গসন্তানের মধ্যে ৬ জনের ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই পরিসংখ্যানও বেশ ঈর্ষণীয়। কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে অভিযান শুরুর ম্যাচে এটিকে-মোহবাগনের হয়ে অধিনায়কত্ব করা প্রীতম কোটাল তাঁর ফুটবল কেরিয়ারে ১৩টি ডার্বি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ১০টি ডার্বি জিতেছেন।

ডার্বিতে অপরাজিত শুভাশিস বসু

ডার্বিতে অপরাজিত শুভাশিস বসু

এটিকে মোহনবাগানের আরেক বঙ্গ ফুটবলার শুভাশিস বসু। তিনি এখনও পর্যন্ত তাঁর ফুটবল কেরিয়ারে ৩টি ডার্বি ম্যাচ খেলেছেন। শুভাশিসের অবশ্য জয়ের একশো শতাংশ ঈর্ষণীয় রেকর্ড হয়েছে।

ডার্বিতে মাঠে নামার স্বপ্নপূরণ হচ্ছে এই ফুটবলারের

ডার্বিতে মাঠে নামার স্বপ্নপূরণ হচ্ছে এই ফুটবলারের

গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য সর্বভারতীয় সার্কিটে সুনামের সঙ্গে ফুটবল খেলছেন। এক বছর মোহনবাগানেও খেলেছন। তবে এখনও পর্যন্ত বড় ম্যাচ ডার্বিতে তাঁর মাঠে নামা হয়নি। আর কেরিয়ারের প্রথম ডার্বিতেই এবার আইএসএলের ঐতিহাসিক ম্যাচে এটিকে মোহনবাগানের দুর্গ অক্ষত রাখার দায়িত্বে থাকবেন অরিন্দম। শুক্রবার ডার্বি ম্যাচে মাঠে নামার স্বপ্নপূরণ করতে চলেছেন অরিন্দম।

বঙ্গব্রিগেডের অন্য ফুটবলারদের পরিসংখ্যান

বঙ্গব্রিগেডের অন্য ফুটবলারদের পরিসংখ্যান

অন্যদিকে গত মরসুমে মোহনবাগানের শেখ সাহিল ডার্বি খেলেছেন। প্রথম ডার্বিতেই নজর কাড়তে পেরেছিলেন শাহিল। বাকিদের মধ্যে প্রবীর দাস- প্রণয় হালদাররাও অতীতে ডার্বি যুদ্ধে মাঠে নেমেছেন।

আইএসএল ডার্বি : এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?আইএসএল ডার্বি : এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

English summary
Isl Derby 2020: derby records for atk mohun bangans bengal Brigade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X