For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kolkata Derby: সীমিত ক্ষমতার মধ্যেও লড়াই চালাতে তৈরি লাল-হলুদ, সবুজ-মেরুনের লক্ষ্য তিন পয়েন্ট

সীমিত ক্ষমতার মধ্যেও লড়াই চালাতে তৈরি লাল-হলুদ, সবুজ-মেরুনের লক্ষ্য তিন পয়েন্ট

Google Oneindia Bengali News

আইএসএল-এর দ্বিতীয় ডার্বিতে মাণ্ডবীর তীরে শনিবার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। শুধু ভারতীয় ফুটবলেই নয়, এশিয়া ফুটবলের সব থেকে বড় ম্যাচ এটি। বিশ্বের সেরা ডার্বিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতা ক্লাসিকো।

Kolkata Derby: সীমিত ক্ষমতার মধ্যেও লড়াই চালাতে তৈরি লাল-হলুদ, সবুজ-মেরুনের লক্ষ্য তিন পয়েন্ট

তবে, ভারতীয় ফুটবলের মেগা ম্যাচের জৌলুস একটু হলেও কমেছে করোনার কারণে। গত আইএসএল-এর মতো এই বারও দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজিত হবে ডার্বি। ফলে এমনিতেই গ্যালারির উত্তাপ উপভোগ করতে পারবেন না ফুটবলাররা, একই রমক ভাবে সমর্থকেরাও মাঠের উত্তাপ থেকে বঞ্চিত হবে।

নিজেদের টুয়েলভ ম্যানের সমর্থন মাঠের মধ্যে না পেলেও ফুটবলপ্রেমীদের দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দিতে প্রস্তুত দুই দলের কোচ এবং ফুটবলাররা। ডার্বির ফলাফলের ভবিষ্যৎবাণী করতে পারেন না অনেক বিশেষজ্ঞ। অতীতে এমন বহু নমুনা রয়েছে যেখানে দুর্বল দল জিতেছে, ফেভারিট হেরেছে। শনিবাসরীয় ডার্বিতে আন্ডারডগ হিসেবে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল। আইএসএল-এ এখনও পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একবারও জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। প্রথম আইএসএল-এর মতো চলতি মরসুমের প্রথম পর্বের ডার্বিতেও জয়ের খোঁজ পায়নি এসসি ইস্টবেঙ্গল। ২০১৯ সালের ২৭ জানুয়ারি শেষ বার জিতেছিল ইস্টবেঙ্গল।

মরসুমের মাঝেই কোচ বদল হয়েছে লাল-হলুদে। মানলো ডিয়াজের ছেড়ে যাওয়া চেয়ারে বসে দলকে প্রথম জয়ের দিশা দেখিয়েছেন মারিও রিভেরা। যদিও শেষ ম্যাচে তাঁর দল চার গোলে বিধ্বস্ত হয়েছে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে। তবে মারিও-র ডার্বির রেকর্ড অক্ষূন্য। তাঁর অধীনে দু'টি ডার্বিতেই ভাল ফলাফল করেছে লাল-হলুদ। অতীতের সেই ভিডিও-ই এখন ফুটবলারদের দেখিয়ে তাতাচ্ছেন মারিও। লিগ টেবলের যা অবস্থা তাতে শেষ চারে পৌঁছনোর কোনও সুযোগ নেই লাল-হলুদের সামনে। এই ডার্বি জিতে তাই সমর্থকদের মুখে একটু হলেও হাসি ফোটাতে চান মারিও। ম্যাচের আগের দিন তিনি বলেন, "লিগে কী অবস্থান তার প্রভাব কখনও ডার্বিতে পড়ে না। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মুখোমুখি মানেই ডার্বি। এই ম্যাচের ফলাফল যা কিছু হতে পারে। এই লিগের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ রয়েছে এটিকেএমবি'র। আমাদের প্রাথমিক লক্ষ্য ওদের দৌড় থামানো এবং বেশি ফাকা জায়গা না দেওয়া। টেকনিক্যাল এবং ট্যাকটিক্যালি ঠিক মতো খেললে এই ম্যাচ থেকে জয় তুলে আনা সম্ভব।"

অপর দিকে, ইস্টবেঙ্গলের মতোই মাঝ মরসুমে কোচ বদল হয়েছে এটিকে মোহনবাগানেরও। অ্যান্তোনিও লোপেজ হাবাসের জায়গায় দায়িত্বে এসেছেন জুয়ান ফেরান্দো। ডার্বিতে হুগো বৌমসের সার্ভিস পাবেন ফেরান। এ দিন তিনি বলেন, "এই ম্যাচের অংশ হতে পেরে ভাল লাগছে। এই রকম বড় ম্যাচে অংশ হতে পারাটা আমার কাছে গর্বের। ঐতিহ্যের একটা অংশ হতে পাওয়ার একটা সুযোগ পেয়েছি আমি। কিন্তু দিনের শেষে আমদের লক্ষ্য তিন পয়েন্ট। ফোকাস যাতে নষ্ট না হয় সেই দিকে নজর রাখতে হবে।" পাশাপাশি প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, "মরসুমের শুরুতে যেমন ছিল তার থেকে অনেক বদলে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। শেষ তিন বা চার ম্যাচের দিকে দেখলেই বোঝা যাবে অনেক স্বাচ্ছন্দে খেলেছে ওদের ফুটবলাররা। অনেক বেশি লড়াই চালাচ্ছে প্রতিটা ম্যাচে। আমি আশা করি ওদের সমর্থকেরা এখন অনেকটাই খুশি।"

উল্লেখ্য, আইএসএল-এ এখনও পর্যন্ত তিন ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আট গোল হজম করেছে লাল-হলুদ। তাদের পুক্ষে গোল সংখ্যা মাত্র ১। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অষ্টমস্থানে রয়েছে এটিকেএমবি। এই ম্যাচ জিতলে লিগ টেবলের চতুর্থ স্থানে উঠে আসবে তারা।

English summary
A derby is often won on who keeps their nerves on the given day, but when ATK Mohun Bagan renew their age-old rivalry with SC East Bengal for the second time this season in the Indian Super League, there will be a serious intent of fight for legacy to be shown for sure in Goa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X