For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL: এক নজরে সদ্য সমাপ্ত আইএসএল-এ কার ঝুলিতে গেল কোন পুরস্কার, কোন দল পেল কত টাকা এবং বিভিন্ন রেকর্ড

ISL: এক নজরে সদ্য সমাপ্ত আইএসএল-এ কার ঝুলিতে গেল কোন পুরস্কার, কোন দল পেল কত টাকা এবং বিভিন্ন রেকর্ড

Google Oneindia Bengali News

নতুন চ্যাম্পিয়ন পেল ভারতীয় ফুটবল। অষ্টম আইএসএল-এর খেতাব জিতল নিজাম শহরের দল হায়দরাবাদ এফসি। ফাইনাল ম্যাচে ফতোরদা স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিজাম শহরের দল।

নির্ধারিত সময়ে খেলার ফল ১-১। রাহুল কে পি'র ৬৮ মিনিটের গোলে এগিয়ে যায় কেরল ব্লাস্টার্স। ম্যাচ যখন অন্তিম লগ্নে এসে উপস্থিত তখন গ্যালারিতে উপস্থিত প্রত্যেকেই ফাইনালের ললাট লিখন পড়ে ফেলেছিল সম্ভবত। হতাশায় মুখ ঢেকে ছিলেন হায়দরাবাদ এফসির সমর্থকেরা। কিন্তু ফুটবল দেবতা যে ম্যাচের ভাগ্য অন্য রকমই স্থির করেছিলেন। ফিনিক্স পাখির মতো উদয় হয়ে ৮৮ মিনিটে চোখ ধাঁধানো গোলে মানলো মার্কিউজের দলকে ম্যাচে ফিরিয়ে আনেন সাহিল তাভিরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে কাট্টিমনির দুরন্ত পারফরম্যান্সে খেতাব ঢোকে হায়দরাবাদের ঘরে।

এক নজরে দেখে নিন সদ্য সমাপ্ত আইএসএল-এ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার জিতল কারা:

রোশন সিং (এমার্জিং ফুটবলার):

রোশন সিং (এমার্জিং ফুটবলার):

এই খেতাব জিতেছেন। বেঙ্গালুরু এফসি'র হয়ে আইএসএল-এ প্রতিনিধিত্ব করেছেন রোশন। যদিও তাঁর দল ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেছে।

প্রভসুখন গিল (গোল্ডেন গ্লাভস):

প্রভসুখন গিল (গোল্ডেন গ্লাভস):

চ্যাম্পিয়ন হয়েও গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিততে পারেননি কাট্টিমনি। তাঁর অনবদ্য সেভ হায়দরাবাদকে খেতাব এনে দিলেও এই পুরস্কারে সম্মানিক করা হয়েছে রানার্স কেরল ব্লাস্টার্সের তরুণ গোলরক্ষক প্রভসুখন গিলকে।

বার্থোলেমিউ ওগবেচে (গোল্ডেন বুট):

বার্থোলেমিউ ওগবেচে (গোল্ডেন বুট):

হায়দরাবাদ এফসি'র এই সাফল্যের অন্যতম রূপকার ওগবেচে। ১৮টি গোল করার সুবাদে এই সম্মান অর্জন করেছেন পিএসজি'র প্রাক্তন তারকা।

গ্রেগ স্টিওার্ট (আইএসএল ২০২২-এর সেরা ফুটবলার):

গ্রেগ স্টিওার্ট (আইএসএল ২০২২-এর সেরা ফুটবলার):

টুর্নামেন্টের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন জামশেদপুর এফসি'র এই ফুটবলার। আইএসএল ২০২১-২২-এর দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। স্টিল সিটির দলকে শিল্ড চ্যাম্পিয়ন কার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান ছিল স্কটল্যান্ডের এই ফুটবলারের।

লক্ষ্মীকান্ত কাট্টিমনি (সর্বাধিক সেভ):

লক্ষ্মীকান্ত কাট্টিমনি (সর্বাধিক সেভ):

গোল্ডেন গ্লাভস না জিতলেও সব থেকে বেশি গোল সেভ করেছেন লক্ষ্মীকান্ত কাট্টিমনিই। তিনি ৬১টি গোল সেভ করেছেন এই মরসুমে।

এডু বেদিয়া (সর্বাধিক পাস):

এডু বেদিয়া (সর্বাধিক পাস):

সব থেকে বেশি সঠিক পাস এই বারের আইএসএল-এ করেছেন এডু বেদিয়া। মোট ১২৫৪টি পাস এই মরসুমে করেছিলে এডু।

ব্রুনো সিলভা (সর্বাধিক ট্যাকেল):

ব্রুনো সিলভা (সর্বাধিক ট্যাকেল):

সদ্য সমাপ্ত আইএসএল-এ সব থেকে বেশি ট্যাকেল করেছেন ব্রুনো সিলভা। বেঙ্গালুরু এফসি'র জার্সিতে ১০৪টি ট্যাকেল করেন ব্রাজিলের ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

হায়দরাবাদ এফসি (চ্যাম্পিয়ন):

হায়দরাবাদ এফসি (চ্যাম্পিয়ন):

লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মোট ছয় কোটি টাকা পুরস্কার মূল্য পেল হায়দরাবাদ এফসি। এই লিগে সর্বাধিক ৪৬টি গোল করেছে তারা।

কেরল ব্লাস্টার্স (রানার্স):

কেরল ব্লাস্টার্স (রানার্স):

লিগে রানার্স হওয়ার সুবাদে তিন কোটি টাকা পেল কেরল ব্লাস্টার্স। সর্বাধিক ক্লিন শিট রেখে কেরলের এই ফ্রাঞ্চাইজি দল।

জামশেদপুর এফসি (লিগ উইনার):

জামশেদপুর এফসি (লিগ উইনার):

লিগ উইনার হিসেবে ৩.৫ কোটি জিতেছে জামশেদপুর এফসি। দুই সেমিফাইনালিস্টের মধ্যে পড়ায় আরও দেড় কোটি টাকা পেয়েছে জামশেদপুর। এপর সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানও পেয়েছে দেড় কোটি টাকা।

English summary
Hyderabad fc won the ISL for the first time. Here is the list of awardees and other important stats that you want to know.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X