For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2022-23: ইস্টবেঙ্গল একই তিমিরে! প্রথমার্ধে এগিয়ে থেকেও এবার হার জামশেদপুর এফসির কাছে

Google Oneindia Bengali News

আইএসএলে ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে লাল হলুদ প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করল স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন দল। যা দেখে যারপরনাই ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা।

প্রথমার্ধে এগিয়ে থেকেও ইস্টবেঙ্গলের হার জামশেদপুর এফসির কাছে

(ছবি- এফএসডিএল)

প্রথমার্ধে দাপট নিয়েই খেলে ইস্টবেঙ্গল। বেশিরভাগ সময়ই আক্রমণাত্মক ছিল লাল হলুদ। শুরু থেকে নিজেদের মধ্যে ভালো পাস খেলছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ১২ মিনিটে ক্লেইটন সিলভার গোলে লাল হলুদ এগিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে জামশেদপুরের খেলায় কিছুটা মরিয়া ভাব লক্ষ্য করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই ছন্নছাড়া ছবিটা স্পষ্ট হচ্ছিল। ফলে বিরতিতে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ১ গোলেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর কয়েকটি সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। যদিও হাফ চান্সগুলিকে কাজে লাগাতে পারেনি।

তবে ৫৮ মিনিটে জামশেদপুর এফসির তিনটি পরিবর্তনই খেলার মোড় ঘোরানোর পক্ষে সহায়ক হয়। বরিস সিংয়ের জায়গায় ঈশান পণ্ডিতা, ড্যানিয়েল চুকউর পরিবর্তে হ্যারি সয়ার ও লালডিনপুইয়া পাচুয়াউয়ের জায়গায় জার্মানপ্রীত সিং নামেন। এরপর ইস্টবেঙ্গল অঙ্কিত মুখোপাধ্যায়কে তুলে জেরি লালরিনজুয়ালাকে নামায়। ৬১ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা হ্যারি সয়ার। এরপর জামশেদপুর এফসির হয়ে জয়সূচক গোলটি করেন ঋত্ত্বিক দাস।

১০ ম্যাচ পর জয়ের মুখ দেখল জামশেদপুর এফসি। চেন্নাইয়িন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে কলকাতায় এসেছিল তারা। এখান থেকে ঝুলিতে পুরে ফেলল তিন মূল্যবান পয়েন্ট। অন্যদিকে, ইস্টবেঙ্গল ওডিশা এফসির কাছে ১-৩ গোলে হারার পর এদিন পরাস্ত হলো ১-২ গোলে। ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রইল নবম স্থানে। ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশে জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী শুক্রবার ঘরের মাঠেই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। হায়দরাবাদ এই মুহূর্তে রয়েছে ২ নম্বরে। কাল আইএসএলে বেঙ্গালুরু এফসি খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। এরপর এটিকে মোহনবাগান ঘরের মাঠে খেলবে লিগশীর্ষে থাকা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

English summary
ISL 2022-23: Jamshedpur FC Scored Two Goals To Beat East Bengal By 2-1. JFC Secured Three Points After Winless 10 Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X