For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2022-23: নিজামের শহরে নিভল মশাল! ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে হায়দরাবাদ এফসি

Google Oneindia Bengali News

আইএসএলে আবারও পরাজয়ের সম্মুখীন হল ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতে নিজামের শহরে পা রেখেছিল ইস্টবেঙ্গল। যদিও সেখান থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন দলকে। লাল হলুদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল হায়দরাবাদ এফসি।

নিজামের শহরে নিভল মশাল! ইস্টবেঙ্গলকে হারিয়ে শীর্ষে হায়দরাবাদ

(ছবি- এফএসডিএল)

হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এদিনের ম্যাচে শুরু থেকেই দুই দল সতর্কভাবে খেলতে থাকে। মাঝমাঠে বল দখলের যুদ্ধে অবশ্য লাল হলুদকে পিছনে ফেলে দেয় হায়দরাবাদ এফসি। ম্যাচের প্রথম সুযোগটি ইস্টবেঙ্গল তৈরি করেও কাজে লাগাতে পারেনি। আরও বেশ কয়েকটি ভালো আক্রমণ তুলে আনলেও প্রকিপক্ষের গোলকিপার গুরমীত সিংকে সেভাবে চ্য়ালেঞ্জের মুখেই ফেলতে পারেনি ইস্টবেঙ্গল। মাঝামাঝি সময় থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে হায়দরাবাদ। চাপ বাড়তে থাকে লাল হলুদ রক্ষণে। ম্যাচের ৩৮ মিনিটে মহম্মদ ইয়াসিরের দারুণ ভলিতে করা গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। এরপরও তারা ব্যবধান বাড়ানোর প্রয়াস চালাতে থাকে, তবে প্রথমার্ধে আপ সেই লক্ষ্যে সফল হয়নি। ইনজুরি টাইমে গোলকিপারকে একা পেয়েও সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে ক্লেইটন সিলভা। গুরমীত দারুণ দক্ষতার সঙ্গে দলকে বিপন্মুক্ত করেন।

গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে ভালো ফুটবল খেলেছে হায়দরাবাদ। বিরতিতে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ বজায়ও রাখে। ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিৎ সিং দুটি দারুণ সেভ না করলে ইস্টবেঙ্গলের বিপদ আরও বাড়তো। যদিও ম্যাচে লাল হলুদ সমতা তো ফেরাতে পারেইনি, ৮৫ মিনিটে হাভিয়ের সিভেরিওর করা গোল ইস্টবেঙ্গলের যাবতীয় আশা শেষ করে দেয়। শেষের দিকে সুযোগ পেলেও গোল করার লোকের অভাবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি স্টিফেনের দল। যোগ্য দল হিসেবেই এই ম্যাচে জয়লাভ করেছে হায়দরাবাদ এফসি। ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়াতে হলে খেলার মান আরও উন্নত করতে হবে বলেই উপলব্ধি ফুটবল বিশেষজ্ঞদের।

১৬ ডিসেম্বর নিজেদের মাঠে ইস্টবেঙ্গল খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ডিসেম্বরের ২৩ তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে হায়দরাবাদ এফসি। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। ৯ ম্যাচে মুম্বই সিটি এফসির সংগ্রহ ২১ পয়েন্ট। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ইস্টবেঙ্গল। কাল আইএসএলে রয়েছে ডাবল হেডার। প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৫টায় এফসি গোয়া নিজেদের মাঠে খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নর্থইস্ট ইউনাইটেড এফসি ঘরের মাঠে খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

English summary
ISL 2022-23: Hyderabad FC Beat East Bengal By 2-0 To Claim The Top Spot Of The Points Table. Mohammad Yasir And Javier Siverio Have Scored The Goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X