For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে মোহনবাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স, সবুজ মেরুন থেকে এফসি গোয়ায় গেলেন লেনি

আইএসএলে এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ওডিশা এফসির বিরুদ্ধে। মাঝমাঠের শক্তি বাড়াতে এফসি গোয়া থেকে গ্লেন মার্টিন্সকে নিল সবুজ মেরুন। ছেড়ে দেওয়া হলো লেনি রডরিগেজকে।

Google Oneindia Bengali News

আইএসএলে প্লে অফের আগে ফুটবলার অদলবদলে সম্মত হলো এটিকে মোহনবাগান ও এফসি গোয়া। ভারতীয় দলে খেলা মিডফিল্ডার সই করলেন সবুজ মেরুনে। তাঁর পরিবর্তে এটিকে মোহনবাগান থেকে লেনি রডরিগেজ গেলেন এফসি গোয়াতে। আইএসএলের প্লে অফের দৌড়ে রয়েছে দুই দলই। এটিকে মোহনবাগান রয়েছে চারে, পাঁচে এফসি গোয়া।

এটিকে মোহনবাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স

(ছবি- গ্লেন মার্টিন্সের ইনস্টাগ্রাম)

চলতি আইএসএলে এটিকে মোহনবাগান শেষ জয় পেয়েছে ২৮ ডিসেম্বর। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে হারিয়েছিল ২-১ গোলে। এরপর ইংরেজি নতুন বছরে এখনও জয় অধরাই হুয়ান ফেরান্দোর দলের। ১৪ জানুয়ারি ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে পরাস্ত হয়েছিল সবুজ মেরুন। মুম্বই সিটি এফসি সেই ম্যাচটি জিতেছিল ১-০ গোলে। এরপর ২১ জানুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ গোলশূন্য হয়, ১ পয়েন্টের বেশি আদায় করতে পারেনি এটিকে মোহনবাগান।

আগামী শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই এটিকে মোহনবাগান খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। ১৪ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট ২৪, সমসংখ্যক ম্যাচে ওডিশা এফসি ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। এই পরিস্থিতিতে মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। আজ দলের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দলের অন্যতম সেরা মিডিও গ্লেন পিটার মার্টিন্সকে দীর্ঘ চু্ক্তিতে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। দু-বছর আগে মার্টিন্স সবুজ মেরুন জার্সিতেই কলকাতায় খেলে গিয়েছিলেন। এরপর চলে যান এফসি গোয়ায়। সেখান থেকেই সাড়ে তিন বছরের চুক্তিতে তিনি ফের সই করলেন বাগানে। কাল থেকেই অনুশীলনেও নেমে পড়বেন। ওডিশা এফসি ম্যাচের প্রস্তুতি কাল থেকেই শুরু করবে এটিকে মোহনবাগান। ক্লোজড ডোর অনুশীলনই হবে।

মার্টিন্স এর আগে ফেরান্দোর প্রশিক্ষণে এফসি গোয়াতে খেলেছিলেন। এবারের আইএসএলে অবশ্য মার্টিন্স নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এফসি গোয়ার কোচ কার্লোস পেনা তাঁকে প্রথম একাদশে রাখছিলেন না। ১৫ ম্যাচে ৪৭০ মিনিট তিনি মাঠে থেকেছেন। মার্টিন্স অবশ্য নিজে মনে করছেন কলকাতার ক্লাবের হয়ে ভালো পারফর্ম করতে পারবেন। লেনি রডরিগেজকে ছেড়ে দিয়েছে সবুজ মেরুন। তিনি এবারের আইএসএলে এটিকে মোহনবাগানের হয়ে ৯টি ম্যাচে ৪৪২ মিনিট খেলেছেন। শনিবার চেন্নাইয়িন এফসি ম্যাচে তিনি ৪৬ মিনিটে লালথাথাঙ্গা খাওয়লরিংয়ের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। লেনি এর আগে এফসি গোয়াতে ছিলেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী ম্যাচগুলি থেকে ভালো পারফর্ম করার বিষয়ে আশাবাদী গোয়া শিবির।

English summary
ISL 2022-23: ATK Mohun Bagan And FC Goa Agree Swap Deal. Glan Martins Signs For ATK Mohun Bagan While Lenny Rodrigues Will Play For FC Goa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X