
আইএসএলে অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, পরাস্ত জামশেদপুর এফসি
আইএসএলের অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। আজ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা জিতল ৩-১ গোলে। জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা। ম্যাচের ২ মিনিটে গোল করেছিলেন ভিপি সুহের। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জামশেদপুরের একমাত্র গোলটি করেন জে এমানুয়েল-টমাস।

(ছবি- এফএসডিএল)
কাউন্টার অ্যাটাকে জোর দিয়েই এদিন জয়ের সরণিতে ফিরল লাল হলুদ। তিনটি গোলের পিছনেই রয়েছে নওরেম সিংয়ের অবদান। এদিনের একাদশে ইস্টবেঙ্গল তিনটি পরিবর্তন এনেছিল। জামশেদপুরের প্রথম একাদশে হয় চারটি পরিবর্তন। ম্যাচের ২ মিনিটে ভিপি সুহেরের গোলের সুবাদে ম্যাচের রাশ ধরে ফেলে ইস্টবেঙ্গল। নওরেমের ক্রস থেকে লো ডাইভিং হেডারে গোল করেন সুহের। ২৬ মিনিটের মাথায় লাল হলুদ এগিয়ে যায় ২-০ গোলে। জামশেদপুর এফসি কর্নার নেওয়ার পর বল ধরে প্রথমে নওরেমের দিকে বাড়ান ক্লেইটন সিলভা। নওরেম জামশেদপুরের রক্ষণভাগের ফুটবলারদের কাটিয়ে তা ফের বাড়ান অনেকটা ছুটে বক্সের দিকে ধাবমান সিলভার উদ্দেশ্যে। তা জালে জড়াতে কোনও ভুল করেননি ক্লেইটন।
Who else but Cleiton Silva to double the visitors' lead! ✌️⚽#JFCEBFC #HeroISL #LetsFootball #JamshedpurFC #EastBengalFC pic.twitter.com/w3HmM4Q6tw
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2022
এরপর কিছুটা মরিয়া ভাব দেখা যায় জামশেদপুরের খেলায়। প্রথমার্ধের শেষের দিকে হ্যারি সাওয়ের যাতে হেড দিতে না পারেন সেই চেষ্টা করতে গিয়ে কনুই দিয়ে আঘাত করে বসেন লালচুংনুঙ্গা। পেনাল্টি পায় জামশেদপুর। থমাস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমাতে সক্ষম হন। বিরতিতে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ২-১ ব্যবধানেই।
CALM FROM THE SPOT! @OfficialJET10 pulls @JamshedpurFC back in the game with a composed penalty! 🤩
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2022
Watch #JFCEBFC live on @DisneyPlusHS: https://t.co/6fdhaO3not and @OfficialJioTV
Live Updates: https://t.co/rg4c76T4K5
#HeroISL #LetsFootball #JamshedpurFC #EastBengalFC pic.twitter.com/TRDIMSnzK4
আগের ম্যাচে ২ গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচ হেরে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের ব্যবধান বাড়াতে সচেষ্ট হয়। ফলও মেলে। নওরেম জামশেদপুরের দুই সেন্ট্রাল ডিফেন্ডার ও গোলকিপারের অবস্থান দেখে মাঝখান দিয়ে মাটি কামড়ানো পাস বাড়ান। ৫৮ মিনিটে সেই পাস থেকেই সিলভার দ্বিতীয় তথা ইস্টবেঙ্গলের তৃতীয় গোল। ফের দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল রক্ষণ মজবুত করে তোলে। ফলে জামশেদপুর কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি।
Cleiton Silva doubles his goal tally and @eastbengal_fc's lead in #JFCEBFC ✌️😅
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2022
Watch the game live on @DisneyPlusHS: https://t.co/6fdhaOkqqt and @OfficialJioTV
Live Updates: https://t.co/rg4c77a7M5
#HeroISL #LetsFootball #JamshedpurFC #EastBengalFC pic.twitter.com/EtvgSMdLnH
চলতি মরশুমে এটি ইস্টবেঙ্গলের তৃতীয় জয়। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এলো লাল হলুদ। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশেই রইল জামশেদপুর এফসি। লাল হলুদের জয়ের ফলে নয়ে নেমে গেল বেঙ্গালুরু এফসি। তাদের ঝুলিতে রয়েছে ৭ ম্যাচে ৭ পয়েন্ট। জামশেদপুর এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে পরাস্ত হলো। ঘরের মাঠে ৪ ডিসেম্বর তারা খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ৯ ডিসেম্বর, নিজামের শহরে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
🆕 face at the 🔝 as @MumbaiCityFC lead the proceedings at the end of Matchweek 8️⃣ in #HeroISL 2022-23! 📈#LetsFootball pic.twitter.com/ka5hI4wrWG
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2022