For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে মোহনবাগান পেয়ে গেল কাউকোর বিকল্প, গেলাগোর পাশাপাশি দলে পুইতিয়াও

  • |
Google Oneindia Bengali News

বর্ষশেষের দিনেই চমকপ্রদ ঘোষণা এটিকে মোহনবাগানের। ফিফার ট্রান্সফার উইন্ডো খুলতেই এক-দুজন নয়, একেবারে ৮ ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করে দিল সবুজ মেরুন শিবির। এই আট ফুটবলারের মধ্যে উল্লেখযোগ্য হলেন উরুগুয়ের অ্যাটাকিং মিডিও ফেদেরিকো গেলাগো (Federico Gallego)।

বাগানে গেলাগো

এক বছর আগে নর্থইস্ট ইউনাইটেডে দাপটের সঙ্গে খেলা গেলাগোর সঙ্গে ছয় মাসের চুক্তি সেরে নিয়েছে এটিকে মোহনবাগান। চোট পেয়ে দেশে ফিরে যাওয়া জনি কাউকোর পরিবর্ত হিসেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। গেলাগো এখন খেলছেন উরুগুয়ের ক্লাহব সুদ আমেরিকাতে। সবুজ মেরুন শিবিরের তরফে জানানো হয়েছে, তাঁকে নেওয়ার মূল কারণ পাসিং দক্ষতা এবং গোল করার অভ্যাস। একইসঙ্গে আইএসএল খেলার অভিজ্ঞতাও রয়েছে।

পুইতিয়াও সবুজ মেরুনে

গেলাগোর পাশাপাশি এটিকে মোহনবাগানের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লালথাতুঙ্গা খাওরিং। মিজোরামের এই মিডিও পরিচিত পুইতিয়া নামে। গত দেড় বছর কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলা এই ফুটবলার সেখান থেকেই যোগ দিলেন এটিকে মোহনবাগানে।

মোট ৮ ফুটবলারের সই

মোট ৮ ফুটবলারের সই

সিনিয়র টিমের এই দুই ফুটবলারকে সই করানোর পাশাপাশি আইএসএল ডেভেলপমেন্ট লিগ, আইএফএ শিল্ড-সহ বিভিন্ন সর্বভারতীয় টুর্নামেন্টের জন্য শক্তিশালী যুব দল তৈরির কাজও শুরু করে দেওয়া হয়েছে। ভারতের অনূর্ধ্ব ২০ এএফসি কাপে খেলা দেশের ছয় প্রতিভাবান ফুটবলারকে দলে নেওয়ার কথাও এদিন জানানো হয়েছে। তাঁরা হলেন গোলকিপার সৈয়দ জাহিদ, রাইট ব্যাক প্রীতম মিতাই, লেফট ব্যাক আমনদীপ সিং, মিডিও শিবাজিৎ সিং, উইঙ্গার টাইসন সিং ও ফরওয়ার্ড সুহাল ভাট। তাঁরা সকলেই ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন। এটিকে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, প্রয়োজনে এই ফুটবলারদের মধ্যে থেকে দু-একজনকে সিনিয়র টিমেও খেলানো হতে পারে।

তিনে রয়েছে ফেরান্দোর দল

আইএসএলে এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৪ জানুয়ারি। দলে চোট-আঘাতের সমস্যা কাটিয়ে উঠতে ও ফুটবলারদের রিহ্যাবের জন্য পুরো দলকেই ছুটি দিয়েছেন ফেরান্দো। মোহনবাগান মাঠে অনুশীলন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। আইএসএলের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন। ১২ ম্যাচে তাদের রয়েছে ২৩ পয়েন্ট।আগের ম্যাচে যুবভারতীতেই এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান। তাদের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে রয়েছে হায়দরাবাদ এফসি।

English summary
ISL 2022-23: ATK Mohun Bagan Signed 8 New Footballers Including Federico Gallego. ATKMB Are At The 3rd Position Of ISL Points Table With 23 Points From 12 Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X