
আইএসএলে জয় অধরাই এটিকে মোহনবাগানের, চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঝুলিতে ১ পয়েন্ট, প্লে অফে হায়দরাবাদ
আইএসএলে আজও জয় অধরাই রইল এটিকে মোহনবাগানের। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো হুয়ান ফেরান্দোর দলকে। ইংরেজি নতুন বছরে এখনও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি এটিকে মোহনবাগান। ঘরের মাঠে আগের ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১ গোলে পরাস্ত হয়েছিল। এদিন ড্র করা সত্ত্বেও অবশ্য পয়েন্ট তালিকার চতুর্থ স্থান ধরে রাখল সবুজ মেরুন।

(ছবি- এফএসডিএল)
প্রথমার্ধে দুই দলই ভালো খেলেছে। তবে কেউই প্রতিপক্ষ দলের গোলকিপারকে সেভাবে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। চেন্নাইয়িন এফসি সুযোগ তৈরির নিরিখে বা আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে এগিয়ে ছিল। অনিরুদ্ধ থাপা আক্রমণ শানালেও গোলমুখ খুলতে পারেননি। দুই প্রান্ত দিয়ে আক্রমণ তুলে ক্রস ভাসিয়ে গোল পাওয়ার চেষ্টা চালিয়েছে দুই দলই। যদিও তাতে লাভ কিছু হয়নি। দ্বিতীয়ার্ধেও দুই দলই গোল পেতে ঝাঁপায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পজিটিভ ফুটবলই খেলেছে চেন্নাইয়ের দলটি। কিন্তু ফাইনাল থার্ডই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানও কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি। শেষ মুহূর্তে পরিবর্ত প্লেয়ার নামিয়ে গোল পেতে মরিয়া ছিল সবুজ মেরুন। কিন্তু কাজের কাজটা হয়নি। পরের শনিবার এটিকে মোহনবাগান খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে।
এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ২৪। ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে যাওয়া মুম্বই সিটি এফসি রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের ঝুলিতে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট। হায়দরাবাদ এফসি ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। এটিকে মোহনবাগান এক পয়েন্টের বেশি না পাওয়ায় প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে গেল হায়দরাবাদ এফসির। তিনে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তাদের রয়েছে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট। আজ জিতলে কেরালা ব্লাস্টার্সকে টপকে যেতে পারতো বাগান। ১৪ ম্যাচের শেষে চেন্নাইয়িন এফসির পয়েন্ট হলো ১৭। তারা রয়েছে অষ্টম স্থানে।