For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়েন্ট টেবিলে সবার শেষে এসসি ইস্টবেঙ্গল, শীর্ষে এটিকে মোহনবাগান, একনজরে আইএসএল পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিলে সবার শেষে এসসি ইস্টবেঙ্গল, শীর্ষে এটিকে মোহনবাগান, একনজরে আইএসএল পয়েন্ট টেবিল

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের ১২ তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল কী দাঁড়াল দেখে নেওয়া যাক। এদিন গোয়ার ফতোদরা স্টেডিয়ামে নর্থ ইস্টের রক্ষণের সামনে আটকে গেল গোয়া। প্রথমার্ধে ৪০ মিনিটে পেনাল্টি থেকে নর্থ ইস্ট ১-০ গোলে এগিয়ে গেলেও দ্রুত কামব্যাক করে গোয়া। ৪৩ মিনিটে ব্র্যান্ডনের চোখ ধাঁধানোর সেন্টার থেকে স্প্যানিশ স্ট্রাইকার ইগর আনগুলো দুরন্ত টাচে গোল করে গোয়াকে সমতায় ফেরান।

পয়েন্ট ভাগাভাগি

পয়েন্ট ভাগাভাগি

প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ জুড়ে গোয়ার আক্রমণ বনাম নর্থ ইস্টের ডিফেন্স। পুরো ৪৫ মিনিট ধরে দুর্ভেদ্য রক্ষণে গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে গেল নর্থ ইস্ট। এই ম্যাচ ড্রয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল নর্থ ইস্ট ইউনাইটেড।

পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান

পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান

আইএসএল ২০২০তে এখনও পর্যন্ত কেরালা ও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২টি ম্যাচ জিতে এটিকে মোহনবাগান ৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে নর্থইস্ট

দ্বিতীয় স্থানে নর্থইস্ট

নর্থ ইস্ট এদিন গোয়ার বিরুদ্ধে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র করে ৩ ম্যাচের পর ৫ পয়েন্টে পৌঁছল। লিগে নর্থ ইস্ট ১টি ম্যাচ জিতেছে ও ২টি ড্র করেছে। ফলে ৫ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে।

তিন থেকে পাঁচে কোন দল

তিন থেকে পাঁচে কোন দল

২ ম্যাচে চেন্নাইয়ান এফসি একটি ড্র ও একটিতে জিতেছে। ফলে ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে। মরসুমের কালো ঘোড়া হায়দরাবাদ এফসি ২ ম্যাচে ১টি জয় ও ১টি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে হায়দরাবাদ। মুম্বই সিটি এফসি ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১টি ম্যাচ হেরেছে। ফলে ৩ পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বরে রয়েছে।

ছয় থেকে দশে কারা

ছয় থেকে দশে কারা

বেঙ্গালুরু এবছর শুরুটা ভালো করতে পারল না। ২ ম্যাচে ২টি ড্র ফলে ২ পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রীর দল ছয় নম্বরে নেমে এসেছে। গোয়া এদিন নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ ড্র করল। ফলে ৩ ম্যাচে ২টি ড্র ও ১টি হার। ফলে ২ পয়েন্ট নিয়ে তারা ৭ নম্বরে রয়েছে। কেরালা ব্লাষ্টার্স এখনও কিবু ভিকুনার কোচিংয়ে জয়ের খাতা খুলতে পারেনি। ৩ ম্যাচে ২টি ড্র ও ১টি হার। ফলে ২ পয়েন্ট নিয়ে কেরালা ৮ নম্বরে রয়েছে। ২ ম্যাচে ১টি ড্র ও ১টি হারের পর ১ পয়েন্ট নিয়ে জামশেদপুর ৯ নম্বরে রয়েছে। জামশেদপুরের মতো ওড়িশাও ১টি ড্র ও ১টি হার, ফলে ২ ম্যাচ পর ১ পয়েন্ট নিয়ে তারা ১০ নম্বরে রয়েছে।

পয়েন্ট তালিকার শেষে ইস্টবেঙ্গল

পয়েন্ট তালিকার শেষে ইস্টবেঙ্গল

ডার্বি দিয়ে অভিযান শুরু করলেও এটিকে মোহনবাগানের কাছে ঐতিহাসিক মহারণে হেরে বসায় এসসি ইস্টেবেঙ্গল এখনও আইএসএলে পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাই তারা প্রথম ম্যাচ শেষে ১১ নম্বরে রয়েছে। মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল তাঁদের দ্বিতীয় ম্যাচ খেলবে।

English summary
Isl 2020 point table after Goa vs NorthEast Match draw, ATKMB in 1st, SCEB in 11th
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X