আইএসএল ২০২০ : মুম্বই ঝড়ে কুপোকাৎ অগোছালো এসসি ইস্টবেঙ্গল! ৩-০ গোলের শোচনীয় পরাজয়
তালমিলের অভাব আরও একবার পরিলক্ষিত। ডিফেন্সের ফাঁক-ফোঁকরগুলি আরও বেশি করে উন্মুক্ত হল মঙ্গলবার। এটিকে মোহনবগানের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে নিজেদর দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের শোচনীয় পরাজয় হজম করত হল অগোছালো এসসি ইস্টবেঙ্গলকে। লাল-হলুদ কোচ রবি ফাওলারের রণনীতি নিয়েও প্রশ্ন তুলে দিলেন ফুটবল বিশেষজ্ঞরা।

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে যেখানে শেষ হয়েছিল ম্যাচ, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যেন সেখান থেকেই খেলা শুরু করে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই অগোছালো ও পরিকল্পনাহীন ফুটবল খেলতে শুরু করে রবি ফাওলারের দল। অন্যদিকে মুম্বই সিটি এফসি প্রথম থেকেই দুর্দান্ত পাসিং ফুটবলের মাধ্যম আক্রমণের ঝড় তুলে লাল-হলুদের ওপর চাপ বাড়াতে থাকে। ম্যাচের দশ মিনিটে চোট পেয়ে অধিনায়ক ড্যানি ফক্স মাঠের বাইরে চলে যেতেই পুরোপুরি খেই হারিয়ে ফেলে এসসি ইস্টবেঙ্গল।

সুসংগঠিত প্রতি আক্রমণের মাধ্যমে প্রথমার্ধের ২০ মিনিটে গোল দিয়ে মুম্বই সিটি এফসি-কে এগিয়ে দেন অ্যাডাম লে ফনড্রে। ১-০ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামে লাল-হলুদের প্রতিপক্ষরা। বরং এই অর্ধে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি এফসি। উল্টোদিকে দিশাহীন ফুটবল খেলে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে এসসি ইস্টবেঙ্গল। সেই সুযোগে ৪৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল দিয়ে মুম্বই সিটি এফসি-র হয়ে ব্যবধান বাড়ান ফনড্রে। ৫৮ মিনিটে তৃতীয় গোল দিয়ে লাল-হলুদের কফিনে শেষ পেরেক গেঁথে দেন হেরনান সান্টনা।
ম্যাচে ৬০ শতাংশ বল নিয়ন্ত্রণ থাকে মুম্বই সিটি এফসি-র দখলে। ৪০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখতে সক্ষম এসসি ইস্টবেঙ্গল। যারা আইএসএলে দুই ম্যাচ খেলে ফেলার পরেও সঠিক টিম কম্বিনেশন যে খুঁজে পায়নি, তা নিশ্চিত।