আইএসএল ২০২০: দুর্বল রক্ষণ, গোলমুখে সুযোগ নষ্ট, চেন্নাইয়ান-ইস্টবেঙ্গল ম্যাচের প্রথমার্ধের ফল কী জেনে নিন
সবকিছু করেও যেন খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারছে না এসসি ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ১২ গোল হজম লাল-হলুদের। এদিন চেন্নাইয়ান এফসির বিরুদ্ধেও প্রথমার্ধে ফের সেই রক্ষণের ভুল। আর তাতেই ডুবল ইস্টবেঙ্গল। দুর্বল রক্ষণের ভুলে প্রথমার্ধে পিছিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে। ইস্টবেঙ্গলকে মাঝমাঠ থেকে চাপে রেখে চেন্নাইয়ান এফসি প্রতিআক্রমণে ঝড় তোলে। দুর্বল রক্ষণে এরপর সহজেই গোল করে ছানতে দলকে ১-০ এগিয়ে দেন। ছানতে গোল করার মুহূর্তে ইস্টবেঙ্গলের রক্ষণ সেভাবে কোনও বাধাই তৈরিই করতে পারেনি।
প্রথমার্ধে এরপর ৩৬ মিনিট সুযোগ ইস্টবেঙ্গলের। গোলকিপারকে একা পেয়েও মহম্মদ রফিদ গোলের দারুণ সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত জালে রাখতে ব্যর্থ হন। চেন্নাইয়ান এফসির হয়ে রক্ষণে দীপক টানরির দারুণ প্রয়াসে মহম্মদ রফিকের আক্রমণ বিপদমুক্ত হয়। প্রথমার্ধে ০-১ পিছিয়ে পরে, দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ম্যাচ ফিরতে পারে কিনা,সেটাই এখন দেখার। বল দখলের লড়াইয়ে চেন্নাইয়ান এফসি ৫৭ ও ইস্টবেঙ্গল ৪৩ শতাংশ নিজেদের দখলে রাখতে পারে। লিগে ৬ ম্যাচ খেলে ২টি ড্র ও ৪টি হেরেছে ইস্টবেঙ্গল। এদিন সপ্তম ম্যাচে লাল-হলুদ ব্রিগেড পিছিয়ে থাকা অবস্থায় আইএসএলে তাদের প্রথম জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।