আইএসএল ২০২০ তে প্রথম গোলের খোঁজে সুনীল, জয়ের খোঁজে বেঙ্গালুরু, প্রতিপক্ষ কারা জেনে নিন
আইএসএল ২০২০তে প্রথম জয়ের খোঁজে বেঙ্গালুরু এফসি। এবছর আইএসএলে অভিযান শুরুর পর ২ ম্যাচ খেলে ফেলেছে সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পনি। দুই ম্যাচের একটিতেও এখনও অবশ্য দল পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

প্রথম জয়ের খোঁজে বেঙ্গালুরু
শুক্রবার এবার চেন্নাইয়ান এফসির মুখোমুখি বেঙ্গালুরু। গত বারের ফাইনাল খেলা দলের বিরুদ্ধে অবশেষে আইএসএল ২০২০তে সুনীলরা ৩ পয়েন্ট পেয়ে লিগে প্রথম জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

জোড়া গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র
লিগে বেঙ্গালুরু তাঁদের প্রথম ম্যাচে এফসির গোয়ার বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রক্ষণ দুর্বল হতে গোয়া ২ গোল শোধ দিয়ে পয়েন্ট ভাগ করে নেয়। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে সুনীলদের গোলশূন্য ড্র। এই ম্যাচেও ৩ পয়েন্ট নিতে ব্যর্থ দল।

আইএসএল ২০২০তে প্রথম গোলের খোঁজে সুনীল
সুনীল ছেত্রী একদিকে যেমন প্রথম গোলের অপেক্ষায় রয়েছেন, ঠিক তেমনি বেঙ্গালুরু এফসিও তাদের প্রথম জয়ের খোঁজে মরিয়া। তবে গোলের নিচে গুরপ্রীত সিং সাধু নজর কাড়ছেন।

চেন্নাইয়ান এফসির পারফর্ম্যান্স
অন্যদিকে চেন্নাইয়ান এফসি দুই ম্যাচের মধ্যে একটিতে জয় ও একটি ড্র করেছে। প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় ম্যাচে কেরালার বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করেন। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ান এফসিও বেশ চাপে থাকতে চলেছে। ফলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা চেন্নাইয়ান এফসি ও ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা বেঙ্গালুরুর মধ্যে হাইভোল্টেজ ডুয়েলের অপেক্ষা ফুটবল ফ্যানেদের প্রহর গোনা শুরু।
কোন দুই ভারতীয় ক্রিকেটারকে লম্বা রেসের ঘোড়া বললেন সৌরভ, জেনে নিন