চেন্নাইইনের বিরুদ্ধে কেমন দল ও ছকে আইএসএল যুদ্ধ বাজিমাত করতে পারে এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান ও চেন্নাইইন এফসির মধ্যে আইএসএলের ফিরতি লিগের যুদ্ধ যে তুল্যমূল্য হতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত ফুটবল প্রেমীরা। পরিসংখ্যানে আন্টোনিও লোপেজ হাবাসের দলের পাল্লা কিছুটা ভারী থাকলেও হাল ছাড়ার পাত্র নয় চেন্নাই। সেই আবহে দেখে নেওয়া যাক দুই শিবির কেমন দল সাজিয়ে বৃহস্পতিবার মাঠ কাঁপাতে পারে।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল. তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, জয়েশ রানে, কার্ল ম্যাকহাঘ, এডু গার্সিয়া, শুভাশিস বোস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য ছক
এফসি গোয়ার বিরুদ্ধে ৩-৫-২ ছকে দল সাজিয়েছিলেন আন্টোনিও লোপেজ হাবাস। আগে গোল করেও ম্যাচ জিততে পারেনি এটিকে মোহনবাগান। তবু একই ছকে চেন্নাইইনের বিরুদ্ধে দল সাজাতে পারে সবুজ-মেরুন।

চেন্নাইইন এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
বিশাল কেইথ (গোলরক্ষক), রেগান সিং, এলি সাবেয়া, এনেস সিপোভিচ, জেজে লালরিনজুয়ালা, মেমো, অনিরুদ্ধ থাপা, ইএস ভানসপল, এসমায়েল গঞ্জালেস, লালিয়ানজুয়ালা ছাংগতে, রহিম আলি।

চেন্নাইইন এফসি-র সম্ভাব্য ছক
৪-২-৩-১ দলে দল সাজিয়েও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল চেন্নাইইন এফসি। তাই বলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ছক পাল্টে দিতে রাজি নয় অভিনেতা অভিষেক বচ্চনের দল।

কোথায় এবং কখন ম্যাচ
বৃহস্পতিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

আইএসএলে ফের চেন্নাইইনের মুখোমুখি এটিকে মোহনবাগান, শক্তি এবং পরিসংখ্যানে এগিয়ে কোন শিবির?