For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০২০-২১ : কার বুট থেকে সবচেয়ে বেশি গোল? কার দস্তানায় সর্বাধিক ক্লিনশিট?

আইএসএল ২০২০-২১ : কার বুট থেকে সবচেয়ে বেশি গোল? কার দস্তানায় সর্বাধিক ক্লিনশিট?

  • |
Google Oneindia Bengali News

রীতিমতো জমে উঠেছে চলতি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের মোকাবিলা। একদিকে অপ্রতিরোধ্য হয়ে উঠছে মুম্বই সিটি এফসি। তাদের ধরতে অন্য দলগুলির তৎপরতাও দেখার মতো। সব দলই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। নিজেদের উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। এমতাবস্থায় পারফরম্যান্স ও পরিসংখ্যানে কারা ওপরের সারিতে রয়েছেন, তা দেখে নেওয়া যাক।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন এফসি গোয়ার ইগর আনগুলো। টুর্নামেন্ট ৯টি গোল রয়েছে স্প্যানিশ স্ট্রাইকারের। আইএসএলে দলগত ভাবে সবচেয়ে বেশি গোল করেছে মুম্বই সিটি এফসি। তাদের গোল সংখ্যা ১৯।

ক্লিনশিট ও সেভ

ক্লিনশিট ও সেভ

চলতি আইএসএলে সর্বাধিক আটটি ক্লিনশিট হাসিল করতে পেরেছে এটিকে মোহনবাগান। সম পরিমাণ ক্লিনশিট রয়েছে মুম্বই সিটি এফসি-র ঝুলিতেও। টু্র্নামেন্টে সবচেয়ে বেশি সেভ এসেছে দেবজিৎ মজুমদারের দস্তানা থেকে। এখনও পর্যন্ত ৪৫টি বল বাঁচিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক।

সবচেয়ে বেশি পাস

সবচেয়ে বেশি পাস

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১০০৪টি পাস খেলেছেন এফসি গোয়ার অধিনায়ক এডু বেদিয়া। টুর্নামেন্টে দলগত ভাবে সবচেয়ে বেশি ৬৬২১টি পাস খেলেছে এফসি গোয়া।

সোনালী বুট ও গ্লাভস

সোনালী বুট ও গ্লাভস

আইএসএলে এখনও পর্যন্ত ৯টি গোল করা এফসি গোয়ার ইগর আনগুলো সোনালী বুট জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন। ৮ গোল করা জামশেদপুর এফসি-র নেরিজাস ভালসকিস রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ২৩৪ মিনিট অন্তর গোল খাওয়া মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক অমরিন্দর সিং সোনালী দস্তানা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন।

বিশ্বকাপ সুপার লিগে অস্ট্রেলিয়ার ঘাড়ে বাংলাদেশ, অনেকটা পিছিয়ে ভারত!বিশ্বকাপ সুপার লিগে অস্ট্রেলিয়ার ঘাড়ে বাংলাদেশ, অনেকটা পিছিয়ে ভারত!

English summary
ISL 2020-21 : Still now who is the highest goal scorers, who have most clean sheets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X