isl 2020 21 atk mohun bagan northeast united football football news sports আইএসএল ২০২০ ২১ এটিকে মোহনবাগান নর্থইস্ট ইউনাইটেড ফুটবল খেলা
আইএসএলে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে এটিকে মোহনবাগান ও নর্থইস্ট
মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ২-২ ফলাফল নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। এবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের পালা। শনিবার প্রথম লেগে লড়াকু নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে শক্তিশালী এটিকে মোহনবাগান। ম্যাচে তুল্যমূল্য লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। সেই আবহে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), তিরি, শুভাশিস বোস, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহুগ, প্রণয় হালদার, লেনি রডরিগেজ, মনবীর সিং, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহো।

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ
শুভাশিস রায় চৌধুরী (গোলরক্ষক), ডিলান ফক্স, বেঞ্জামিন ল্যামবট, নিম দর্জি তামাং, প্রভাত লাখড়া, লালেংমাওয়েইয়া, খাসা কামারা, ইমরান খান, সুহের, দেশর্ন ব্রাউন, ফেডরিকো গালেগো।

কোথায় হবে ম্যাচ
চলতি আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে ম্যাচ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হাই-ভোল্টেজ মোকাবিলা।

কোথায় দেখা যাবে ম্যাচ
এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে চলতি আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ স্টার নেটওয়ার্কে দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি+হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।