isl 2020 21 mumbai city fc fc goa football football news sports আইএসএল ২০২০ ২১ মুম্বই সিটি এফসি এফসি গোয়া ফুটবল খেলা
আইএসএল সেমির দ্বিতীয় লেগেও মুম্বই-গোয়ার তুল্যমূল্য লড়াই, যদিও গোলশূন্য প্রথমার্ধ
চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগেও মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হল প্রথমার্ধ। গোল না হলেও খেলা দেখে মনে হল প্রথম লেগ ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে আজকের প্রতিযোগিতা। গতির সঙ্গে পাসিং ফুটবলের দ্বৈরথে ম্যাচে অন্য আকর্ষণ আমদানি করেছে বলা চলে।

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জিততে পারেনি এফসি গোয়া। গোল শোধ করে দুর্দান্তভাবে ম্যাচ ফিরে এসেছিল মুম্বই সিটি এফসি। ২-২ ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে আজকের ম্যাচ জিততেই হবে মুম্বই এবং গোয়া। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলে এক্সট্রা টাইম এবং টাইব্রেকারে ম্যাচের ফয়সলা নির্ধারিত হবে।
ফলে জয়ের তাগিদে ম্যাচের প্রথম থেকেই ঝাঁপায় দুই দল। যতবার আক্রমণে উঠেছে মুম্বই সিটি এফসি, ততবারই উত্তর দিয়েছে এফসি গোয়া। কয়েকবার তো গোল করার খুব কাছে পৌঁছে যায় দুই দলই। কয়েক চুলের জন্য এবং তালমিলের অভাবে সুযোগ হাতছাড়া করে মুম্বই এবং গোয়া। ম্যাচের ২৭ মিনিটে অতি সহজ গোলের সুযোগ নষ্ট করে জুয়ান ফার্নান্দোর গোয়া।
অন্যদিকে এফসি গোয়ার দুর্দান্তভাবে রক্ষণভাগকে নেতৃত্ব দেন অভিজ্ঞ আদিল খান। মুম্বই স্ট্রাইকার অ্যাডাম লে ফনড্রের সব ইতিবাচক মুভকে নিষ্ক্রিয় করেন ভারতীয় তারকা। তাতে উদ্বুদ্ধ মুম্বইয়ের গোলমুখে আক্রমণে গতি বাড়াতে থাকে গোয়া। ম্যাচের ৩৩ মিনিটে নীল শিবিরের ডি বক্সের বাইরেই ফ্রি কিক পেয়ে যায় জুয়ান ফার্নান্দোর দল। দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে গোলমুখী শট বাঁচান অমরিন্দর সিং।
ম্যাচের ৩৭ মিনিটে গোয়ার বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় মুম্বই সিটি এফসি। গগনচুম্বী শট মেরে সুযোগ হাতছাড়া করেন হুগো বউমোস। ম্যাচের প্রথমার্ধে কোনও দল গোল না পেলেও গতিশীল ফুটবল দিয়ে মন জয় করে মুম্বই সিটি এফসি। অন্যদিকে পরিচিত পাসিং ফুটবলে এদিনও দাগ কাটে এফসি গোয়া।