For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলার নিতে এটিকে মোহনবাগানের কাছে আগ বাড়িয়ে আবেদন করবে না ইস্টবেঙ্গল!

ফুটবলার নিতে এটিকে মোহনবাগানের কাছে আগ বাড়িয়ে আবেদন করবে না ইস্টবেঙ্গল!

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে নিচের সারিতে অবস্থান করা এসসি ইস্টবেঙ্গল ফুটবলার নিতে চিরশত্রু এটিকে মোহনবাগানের কাছে আবেদন করেছে খবর চাউর হতেই নড়েচড়ে বসে ফুটবল মহল। তা জানার পরেই সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে নিজেদের অবস্থান পরিবর্তন করল লাল-হলুদ। শুক্রবার এই ইস্যুতে নতুন কী ব্যাখ্যা দিল রবি ফাওলার শিবির, তা জেনে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের নতুন ব্যাখ্যা

এসসি ইস্টবেঙ্গলের নতুন ব্যাখ্যা

শুক্রবার এসসি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে যে কোনও ফুটবলারকে পাওয়ার জন্য এটিকে মোহনবাগানের কাছে চিঠি দিয়ে আবেদন করা হবে না। সবুর-মেরুনের কোনও ফ্রি ফুটবলার সেই ক্লাব থেকে রিলিজ অর্ডার নিয়ে লাল-হলুদের দরজায় কড়া নাড়লে, কেবল তবেই তাঁকে সই করানো হবে বলে জানিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

তিন ফুটবলারের নাম নিয়ে আলোচনা

তিন ফুটবলারের নাম নিয়ে আলোচনা

চলতি আইএসএলে দুর্দান্ত ছন্দে থাকা এটিকে মোহনবাগানের ধীরাজ সিং, অঙ্কিত মুখোপাধ্যায় এবং সালামরঞ্জন সিং-কে নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে এসসি ইস্টবেঙ্গল, এ কথা চাউর হয়েছে বৃহস্পতিবার। তার মধ্যে ধীরাজ সিং-কে আইএসএল দলে অন্তর্ভূক্ত করেছে এটিকে মোহনবগান। তাই নামগুলি এভাবে প্রকাশ্যে চলে আসুক, চায়নি লাল-হলুদও। পরিস্থিতির গুরুত্ব বুঝেই নিজেদের পুরনো অবস্থান থেকে কিছুটা হলেও সরেছে এসসি ইস্টবেঙ্গল।

৯ ফুটবলারকে ছাড়ছে লাল-হলুদ

৯ ফুটবলারকে ছাড়ছে লাল-হলুদ

বলবন্ত সিং, গুরতেজ সিং, রফিক আলি সর্দার, ইউজেনসন লিংডো, সিকি বিনীথ, সামাদ আলি মল্লিক, অভিষেক আম্বেকর, মহম্মদ ইরশাদ ও অনিল চবনকে ঋণে ছেড়ে দিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। তাঁদের মধ্যে লিংডো দল পেয়ে গিয়েছেন বলে খবর। ওড়িশা এফসি শিবিরে ঠাঁই হয়েছে তাঁর। অন্যদিকে দলের সঙ্গে যোগ দেওয়া রাজু গায়েকোয়াড় কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে লাল-হলুদের অনুশীলনে যোগ দিয়েছেন বলে খবর।

লাল-হলুদের অবস্থা

লাল-হলুদের অবস্থা

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। মাত্র ২ পয়েন্ট রয়েছে লাল-হলুদের ঝুলিতে। কেবল দুটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছেন অ্যান্টনি পিলকিংটনরা। কলকাতার ক্লাবের এই হতশ্রী পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত হয়েছেন কোচ রবি ফাওলার। দলের দেশি ফুটবলারদের নিয়োগ নিয়ে তিনি প্রকাশ্যেই সরব হয়েছেন। এর জন্য সমালোচনার শিকার হতে হলেও নিজের অবস্থান থেকে সরছেন না লাল-হলুদ কোচ। ক্লাব কর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই দলকে ঢেলে না সাজালে এগোনো মুশকিল হবে।

কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা প্রচার চলছে, কৃষক আন্দোলন নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীরকৃষকদের ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা প্রচার চলছে, কৃষক আন্দোলন নিয়ে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

English summary
ISL 2020-21 : SC East Bengal throws ball to ATK Mohun Bagan's footballer's court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X