চেন্নাইইনের বিরুদ্ধে শেষ মুহুর্তের গোল খেতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ, সময় পরিবর্তনের ইঙ্গিত!
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও কাঙ্খিত জয় হাসিল করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল খাওয়া লাল-হলুদের আশায় জল পড়ে গিয়েছিল। রীতিমতো জটিল অবস্থায় দাঁড়িয়ে থাকা এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার চেন্নাইইন এফসি -র বিরুদ্ধে জিতেই বছর শেষ করতে চান। বললেন বেশ কয়েকটি মূল্যবান কথা।

শেষ মুহূর্তে গোল দিতে চান না রবি
চলতি আইএসএলে এখনও পর্যন্ত মাত্র তিনটি গোল দিতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে ১১টি গোল খেয়ে বসে আছেন দেবজিৎ মজুমদাররা। এখনও পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দলকে গোল করার সুযোগ দিয়েছে লাল-হলুদ। কেরালার বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে গোল খেয়ে ১-১ ফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মহম্মদ রফিকদের। একই ভুল শনিবার চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে করতে চান না রবি ফাওলার। জিতেই বছর শেষ করতে চান এসসি ইস্টবেঙ্গলের কোচ।

আরও খেলবে দল
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র হলেও, আইএসএলের ওই গুরুত্বপূর্ণ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ায় সন্তুষ্ট হয়েছেন কোচ রবি ফাওলার। বলেছেন, গত ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও সফলতা পায়নি লাল-হলুদ। চেন্নাইইনের বিরুদ্ধে ভুলগুলি শুধরে নিলে ফল অন্যরকম হবে বলে বিশ্বাস করেন ফাওলার।
ভারতীয় ফুটবলারদের প্রশংসা
যে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সে বিরক্ত হয়ে মুখে খুলে সমালোচনার শিকার হয়েছিলেন রবি ফাওলার, সেই তাঁর মুখেই অন্য সুর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে মহম্মদ রফিক, তোম্বা সিং, বিকাশ জাইরু ও সুরচন্দ্র সিংয়ের পারফরম্যান্স মনে ধরেছে কোচ রবি ফাওলারের।

কোথায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। মাত্র ২ পয়েন্ট রয়েছে লাল-হলুদের ঝুলিতে। কেবল দুটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছেন অ্যান্টনি পিলকিংটনরা। কলকাতার ক্লাবের এই হতশ্রী পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত হয়েছেন ফ্যানরা।

গিল-সিরাজের আগে শেষ কবে ভারতীয় দলে একত্রে টেস্ট অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের?