আইএসএলের মাস্ট উইন ম্যাচে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে এসসি ইস্টবেঙ্গল?
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট হাসিল করতে পেরেছে এসসি ইস্টবেঙ্গল। এমতাবস্থায় বক্সিং ডে-তে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে কার্যত মাস্ট উইন ম্যাচে খেলতে নামছে রবি ফাওলারের দল। কোথায় হবে এবং কখন শুরু হবে ম্যাচ, তা দেখে নেওয়া যাক। কেমন ছকে দল সাজিয়ে মাঠে নেমে বাজিমাত করার মরিয়া চেষ্টা চালাবে দুই দল, তাও জেনে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), সুরচন্দ্র সিং, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, সেহনাজ সিং, বিকাশ জাইরু, মাট্টি স্টেইনম্যান, হাওবাম তোম্বা সিং, মহম্মদ রফিক, জ্যাকুয়েস মাঘোমা, অ্যান্টনি পিলকিংটন।

কোন ছকে মাঠে নামবে লাল-হলুদ
চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে বছর শেষ করতে চান রবি ফাওলার। সেই লক্ষ্যে শনিবার ৩-৫-২ ছকে দল সাজাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ।

চেন্নাইইন এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
বিশাল কেইথ (গোলরক্ষক), এডউইন ভানসপল, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, দীপক টাংগরি, অনিরুদ্ধ থাপা, ফাটখুলো ফাটকুলোয়েভ, রাফায়েল ক্রিভেলারো, লালিয়ানজুয়ালা ছাংগতে, জ্যাকুব সিলভেস্ত্রের।

কোন ছকে মাঠে নামবে চেন্নাই
আইএসএলের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে হলে শনিবারের ম্যাচ জিততেই হবে চেন্নাইইন এফসি-কে। সেই লক্ষ্যে ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারেন সে দলের কোচ।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার তিলক ময়দানে চেন্নাইইন এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। জিও টিভি এবং ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখবেন ফুটবল প্রেমীরা।

চেন্নাইইনের বিরুদ্ধে শেষ মুহুর্তের গোল খেতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ, সময় পরিবর্তনের ইঙ্গিত!