আইএসএল ২০২০-২১ : কোন দলে ও ছকে নর্থইস্টকে ফের টেক্কা দিতে পারে এটিকে মোহনবাগান
মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এটিক মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে যারাই জিতুক, তারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে। ম্যাচ ড্র হলে অ্যাডভান্টেজ পাবে সবুজ-মেরুন। এমনই পরিস্থিতিতে কেমন ছকে দল সাজাত পারে দুই শিবির, তা এক নজরে দেখে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, কার্ল ম্যাকহাঘ, শেখ সাহিল, মনবীর সিং, এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ, রয় কৃষ্ণ।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য ছক
৪-২-৩-১ ছকে দল সাজিয়ে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে গত ম্যাচের বাজি জিতেছিল এটিকে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও একই ছকে দল সাজাতে পারেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য একাদশ
শুভাশিস রায় চৌধুরী (গোলরক্ষক), আশুতোষ মেহেতা, মাশুর শেরিফ, ডিলান ফক্স, গুরজিন্দর কুমার, লালেংমাওয়েইয়া, খাসা কামারা, ফ্রেডরিকো গালোগো, ভিপি সুহেইর, ইদ্রিশা সিলা, লুইস মাচাদো।

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য ছক
৪-৩-৩ ছক দল সাজিয়ে মাঠে নেমে নিজেদের গত ম্যাচে জামশেদপুর এফসি-কে হারিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও একই ছকে দল সাজাতে পারে অভিনেতা জন আব্রাহামের দল।

কোথায় এবং কোথায় ম্যাচ
গোয়ার মারগাঁও-এর ফতোরদা স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।
ভারতীয় কোন ডিফেন্ডারকে পেতে আগ্রহী এটিকে মোহনবাগান