কী দল নিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে এটিকে মোহনবাগান, কোথায় হবে আইএসএলের এই ম্যাচ?
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিশ্চিত। মাঠে কে কাকে টেক্কা দেয়, সে তো সময় বলবে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন হবে ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), গ্ল্যান মার্টিস, তিরি, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, প্রীতম কোটাল, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, রয় কৃষ্ণ, জাভি হার্নান্ডেজ।

সবুজ-মেরুনের সম্ভাব্য ছক
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গত ম্যাচে ৫-৪-১ ছকে দল সাজিয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচ হেরে গেলেও একই ছকে এফসি গোয়াকে বধ করার রণনীতি নিতে পারেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। এফসি গোয়ার বিরুদ্ধে গোল করার মতোই গোল বাঁচানোটাও যে বড় চ্যালেঞ্জ, তা জানেন এটিকে মোহনবাগানের প্রশিক্ষক।

এফসি গোয়ার সম্ভাব্য একাদশ
মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), ইভান গারিডো, জেমস দোনাচি, সেভিয়ার গানা, সেরিটন ফার্নান্ডেজ, নোগুয়েরা, এডু বেদিয়া, লেনি রডরিগেজ, জর্জ অর্টিজ মেন্ডোজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, আলেকজান্ডার।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারের খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।