আইএসএলের বহু প্রতীক্ষিত ম্যাচে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসির সম্ভাব্য একাদশ
এতদিন যে ম্যাচের অপেক্ষায় বসেছিল দেশের ফুটবল প্রেমীরা, তা আজ সন্ধ্যায় চাক্ষুস হতে চলেছে। চলতি আইএসএলের দুই সেরা দল একে অপরের বিরুদ্ধে পাঞ্জা কষতে চলেছে। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে মোকবিলা যে আকর্ষণীয় হতে চলেছে, তা অনায়াসে বলে দেওয়া যায়। জিততে মরিয়া দুই দলই কেমন প্রথম একাদশ নিয়ে মাঠে নামতে পারে, কোথায় হবে ম্যাচ, তা জেনে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, কার্ল ম্যাকহুগ, প্রণয় হালদার, মনবীর সিং, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ।

কোন ছকে দল সাজাতে পারেন হাবাস
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণকে ওপরে খেলিয়ে মনবীর সিং, ডেভিড উইলিয়ামস এবং এডু গার্সিয়াকে তাঁর সাপোর্টিং হিসেবে ঠেলতে পারেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। চোট সারিয়ে ওঠা স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে আজকের ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে বলে খবর।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য একাদশ
অমরিন্দর সিং (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, মউরতাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণামূর্তি, আহমেদ জোহৌ, রাওলিন বর্জেস, রেনিয়ার ফার্নান্ডেজ, হুগো বউমাস, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

কোন ছকে নামবে মুম্বই
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানকে টেক্কা দিতে তাদেরই মতো ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারে মুম্বই সিটি এফসি। যা প্রমাণ করে যে দুই দলের লড়াই সেয়ানে সেয়ানে হতে চলেছে। শেষ হাসি কে হাসে, তা সময় বলবে।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার মারগাঁও-এর ফতোরদা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখবেন ফুটবল প্রেমীরা।

সেরার লড়াইয়ে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ গতিশীল মুম্বই, পাল্লা ভারী কোন দলের?