আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইনের বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এটিকে মোহনবাগান
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। কারণ গত আইএসএলের ফাইনালে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। আরও একবার মুথোমুখি হওয়ার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক। কখন এবং কোথায় ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, কার্ল ম্যাকহুগ, মনবীর সিং, প্রণয় হালদার, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ।

সবুজ-মেরুনের সম্ভাব্য ছক
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৪-১-৪-১ ছকে দল সাজিয়ে বাজিমাত করেছিল এটিকে মোহনবাগান। চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে একই ছকে দল সাজাতে পারেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

চেন্নাইইন এফসির সম্ভাব্য একাদশ
বিশাল কেইথ (গোলরক্ষক), দীপক টাংগরি, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, অনিরুদ্ধ থাপা, মেমো, রাফায়েল ক্রিভেলারো, রহিম আলি, জ্যাকুব সিলভেস্ত্রের, লালিয়ানজুয়ালা ছাংগতে।

চেন্নাইইনের সম্ভাব্য ছক
গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল চেন্নাইইন এফসি। সেই ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিল অভিনেতা অভিষেক বচ্চনের দল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে একই ছকে দল সাজাতে পারে চেন্নাইইন এফসি।

কোথায় এবং কখন ম্যাচ
এটিকে মোহনবাগান ও চেন্নাইইন এফসি-র মধ্যে আইএসএলের গুরুত্বপূ্র্ণ ম্যাচ হবে গোয়ার জিএমসি স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখবেন ফুটবল প্রেমীরা।

সমুখে চেন্নাইইন, লড়াইয়ে কি আদৌও এগিয়ে এটিকে মোহনবাগান? কী বলছে পরিসংখ্যান?