For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাজেয় হায়দরাবাদের সামনে মরিয়া এসসি ইস্টবেঙ্গল, কেমন হবে লড়াই? কার পাল্লা ভারী?

অপরাজেয় হায়দরাবাদের সামনে মরিয়া এসসি ইস্টবেঙ্গল, কেমন হবে লড়াই? কার পাল্লা ভারী?

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজেয় হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে লাল-হলুদকে। অন্যদিকে শক্তিশালী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে লড়ে ড্র করা হায়দরাবাদ যে এই ম্যাচ জিতে লিগ তালিকার প্রথম চার দলের অন্যতম হতে চাইবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী, তা দেখে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ

দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, সেহনাজ সিং, মহম্মদ ইরশাদ, সুরচন্দ্র সিং, মাটি স্টেইনম্যান, ওয়াহেংবাম লুয়াং, নারায়ণ দাস, জ্যাকুয়াস মাঘোমা, জেজে লালপেখলুহা, আন্টোনি পিলকিংটন।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

সুব্রত পাল (গোলরক্ষক), আশিস রাই, চিংগলনসানা সিং, ওদেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, নিখিল পূজারি, লিস্টন কোলাসো, হালিচরণ নার্জারি, আরিদেন সান্টানা।

চোট এবং কার্ড

চোট এবং কার্ড

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে ফিরত চলেছেন হায়দরাবাদ এফসি-র অন্যতম ভরসা তথা অধিনায়ক আরিদেন সান্টানা। যদিও চোটের কারণে মঙ্গলবারের ম্যাচে সম্ভবত খেলবেন না জোয়েল চিয়ানেস ও লুইস সাস্ত্রে। অন্যদিকে চোটের কারণে আগামী ম্যাচেও এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে না অ্যারন আমাদি-হোলোওয়ে, লোকেন মেইতেই, লালরামচুলোভা ও ড্যানি ফক্সকে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না এগুয়েনসন লিংডো।

গোলদাতা কারা

গোলদাতা কারা

চার ম্যাচ খেলার পরেও চলতি আইএসএলে এখনও পর্যন্ত গোল দিতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে হায়দরবাদ এফসি-র হয়ে সর্বাধিক দুই গোল দিয়েছেন অধিনায়ক আরিদেন সান্টানা।

লিগ তালিকায় স্থান

লিগ তালিকায় স্থান

চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচ ড্র করতে সক্ষম হওয়া এসসি ইস্টবেঙ্গল এখনও লিগ তালিকার শেষ অর্থাৎ ১১তম স্থানে অবস্থান করছে। চার ম্যাচ খেলে লাল-হলুদের পয়েন্ট ১।

পাল্লা ভারী কার

পাল্লা ভারী কার

টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি হায়দরাবাদ এফসি। ব্রাজিলিয় আরিদেন সান্টানার অন্তর্ভূক্তি দলের শক্তি আরও বাড়াবে। অন্যদিকে চার ম্যাচ পরেও সঠিক টিম কম্বিনেশন খুঁজে না পাওয়া এসসি ইস্টবেঙ্গল মঙ্গলবারও আন্ডার ডগ হিসেবে নামবে বলা চলে।

কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?

English summary
ISL 2020-21 : Probable line up of SC East Bengal and Hyderabad FC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X