২০২০ শেষে আইএসএল তালিকায় কে কোথায় দাঁড়িয়ে? ২০২১ শুরুর ম্যাচগুলি কাদের মধ্যে, কবে এবং কোথায়?
এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি-র রুদ্ধশ্বাস ম্যাচ দিয়ে শেষ হল ভারতীয় ফুটবলের ২০২০। এবার ২০২১-এর পালা। তার আগে আইএসএল পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে এই বছর তথা এক দশক শেষ করতে চলেছে, তা এক নজরে দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোন ম্যাচ দিয়ে ২০২১ সালের দেশের ফুটবলে ঢাকে কাঠি পড়ছে, তা জেনে নেওয়া যাক।

পয়েন্ট তালিকার প্রথম পাঁচ
১) ৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার শীর্ষ অবস্থান করছে এটিকে মোহনবাগান। গোল সংখ্যা ৮। গোলপার্থক্য ৫।
২) ৭ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। গোল সংখ্যা ১১। গোলপার্থক্য ৮।
৩) ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। গোল সংখ্যা ১২। গোলপার্থক্য ২।
৪) ৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর এফসি। গোল সংখ্যা ১০। গোলপার্থক্য ১।
৫) ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। গোল সংখ্যা ১১। গোলপার্থক্য ২।

পয়েন্ট তালিকার শেষ ৬
১) ৮ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। গোল সংখ্যা ১০। গোলপার্থক্য ২।
২) ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সপ্তম স্থানে রয়েছে চেন্নাইইন এফসি। গোল সংখ্যা ৭। গোলপার্থক্য ০।
৩) ৮ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার অষ্টম স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। গোল সংখ্যা ৭। গোলপার্থক্য -৩।
৪) ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। গোল সংখ্যা ৮। গোলপার্থক্য -৩।
৫) ৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল। গোল সংখ্যা ৫। গোলপার্থক্য -৮।
৬) ৭ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার একাদশতম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি। গোল সংখ্যা ৫। গোলপার্থক্য -৬।

২০২১-এর প্রথম ম্যাচ
২০২১ সালের প্রথম আইএসএল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার বা ২ জানুয়ারি। লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে নিচের সারির কেরালা ব্লাস্টার্স। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি এবং হট স্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারেবেন ফুটবল প্রেমীরা।

একই দিনে নামছে দুই প্রধান
২০২১ সালের ৩ জানুয়ারি বা রবিবার ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গেল। গোয়ার তিলক ময়দানে বিকেল পাঁচটায় ওড়িশা এফসি-র মুখোমুখি হবে লাল-হলুদ। একই দিনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। ফতোরদা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।