আইএসএল ২০২০-২১ : হায়দরাবাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও লিগ তালিকার শীর্ষে মুম্বই সিটি
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও গোল পেল না মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি। ০-০ অবস্থাতেই শেষ হয় ম্যাচ। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানেই দাঁড়িয়ে রইল মুম্বই সিটি। অন্যদিকে ১১ ম্যচে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানেই অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

ম্যাচের গুরুত্ব অনুযায়ী প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একদিকে আক্রমণে উঠতে থাকে মুম্বই সিটি এফসি। প্রতি আক্রমণে উঠে অমরিন্দর সিং-দের একাধিকবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আরিদানে সান্টানা শিবির। গতিশীল ম্যাচ টানটান ও আকর্ষণীয় হয়ে ওঠে। একাধিকবার গোলের কাছে পৌঁছেও যায় মুম্বই সিটি এফসি এবং হায়দরারাবাদ এফসি। তবে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
আইএসএলে ক্রমে অপ্রতিরোধ্য হয়ে ওঠা মুম্বই সিটি এফসি প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে হায়দরাবাদ এফসি-কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় হায়দরাবাদ এফসি। নিজেদের মধ্যে অনেক বেশি পাস খেলতে শুরু করে আরেদানে সান্টানা শিবির। তবে ম্যাচের রাশ আলগা করতে রাজি ছিল না মুম্বই সিটি এফসিও। অ্যাডাম লে ফনড্রের সঙ্গে বার্থোলোমেউ ওগেবেছে-কে জুড়ে দিয়ে আক্রমণে চাপ বাড়ায় অভিনেতা রনবীর কাপুরের দল।
৭৫ মিনিটের পর ফের ম্যাচ ধরে নেয় মুম্বই সিটি এফসি। বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলে লিগ তালিকার শীর্ষ স্থানে থাকা দল। অন্যদিকে হায়দরাবাদ এফসিও বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে মুম্বইয়ের রক্ষণভাগকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তবে শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি।
ম্যাচে ৫৬ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। ৪৪ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে সক্ষম হয় হায়দরাবাদ এফসি। নিজেদের মধ্যে প্রায় পাঁচশোটি পাস খেলে মুম্বই। প্রায় সাড়ে তিনশো পাস খেলে হায়দরাবাদ এফসি।