For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের বছর শুরুর ম্যাচে কেরলকে হারিয়ে এটিকে মোহনবাগানের মাথায় বসতে মরিয়া মুম্বই

আইএসএলের বছর শুরুর ম্যাচে কেরলকে হারিয়ে এটিকে মোহনবাগানের মাথায় বসতে মরিয়া মুম্বই

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের বছর শুরুর ম্যাচে লড়াকু কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে শক্তিশালী মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ কেরলকে জিততেই হবে। আজ জিতলে এটিকে মোহনবাগানকে ফের টপকে লিগ তালিকার মাথায় গিয়ে বসবে মুম্বই। ফলে ম্যাচের গুরুত্ব যে কতটা, তার আঁচ পাচ্ছেন ফুটবল প্রেমীরা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে মুখোমুখি দুই দলের পরিসংখ্যান, সম্ভাব্য প্রথম একাদশ এবং শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক।

দুই দলের মুখোমুখি দেখা

দুই দলের মুখোমুখি দেখা

এখনও পর্যন্ত আইএসএলে ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৬ বার জিতেছে মুম্বই সিটি এফসি। ২ বার জিতেছে কেরালা ব্লাস্টার্স। দুই দলের মধ্যে চার বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই মোকাবিলার ফল কী

শেষ দুই মোকাবিলার ফল কী

আইএসএল ২০১৯-২০২০ মরসুমের লিগ স্তরে দুই বার দেখা হয়েছিল দুই দলের। প্রথম ম্যাচ ১-০ গোলের ব্যবধানে জিতেছিল মুম্বই সিটি এফসি। দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

চলতি আইএসএলে সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছে অভিনেতা রনবীর কাপুরের দল। আজকের ম্যাচ জিতলে এটিকে মোহনবাগানের মাথায় গিয়ে বসবে মুম্বই সিটি এফসি। অন্যদিকে আইএসএল তালিকায় কেরালা ব্লাস্টার্সের অবস্থান নবম স্থান। চলতি টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট হাসিল করেছে কিবু ভিকুনার দল। মাত্র একটি ম্যাচ জিতেছে কেরল।

গোলের নিরিখে এগিয়ে কোন দল

গোলের নিরিখে এগিয়ে কোন দল

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১৬টি গোল করেছে মুম্বই সিটি এফসি। দলের সর্বাধিক গোলদাতা অ্যাডাম লে ফনড্রে। তাঁর গোল সংখ্যা ৫। অন্যদিকে কেরালা এফসি চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি গোল করতে সক্ষম হয়েছে। দলের হয়ে সবচেয়ে বেশি ২টি গোল করেছেন জর্ডান মারে।

শক্তিতে এগিয়ে কোন দল

শক্তিতে এগিয়ে কোন দল

চলতি আইএসএলে দুর্দান্ত ছন্দে থাকা মুম্বই সিটি এফসি-র প্রধান শক্তি দলের স্ট্রাইকার অ্যাডাম লে ফনড্রের ফর্ম। তাঁর সঙ্গে মাঝমাঠের দুর্দান্ত বোঝাপড়া রনবীর কাপুরের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে সাত ম্যাচ খেলে ফেলা কেরালা ব্লাস্টার্সের এখনও নিজেদের সঠিক টিম কম্বিনেশন খুঁজে পায়নি।

দুই দলের সম্ভাব্য একাদশ

দুই দলের সম্ভাব্য একাদশ

মুম্বই সিটি এফসি (৪-২-৩-১) : অমরিন্দর সিং (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, মোউরতাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণামূর্তি, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, রেনিয়ের ফার্নান্ডেজ, হুগো বৌমৌস, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

কেরালা ব্লাস্টার্স (৪-২-৩-১) : আরবিনো গোমস (গোলরক্ষক), নিশু কুমার, কোস্তা নহামৈনেসু, বাকারে কোনে, জেসেল কারনেইরো, জ্যাকসন সিং, ভিনসেন্ট গোমেজ, রাহুল কেপি, ফাকুন্ডো পেরেইরা, সাহাল আব্দুল সামাদ, জর্ডন মারে।

English summary
ISL 2020-21 : Mumbai City FC need a win against Kerala Balsters to be on top of the table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X