For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০২০-২১ : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লড়ে হার এটিকে মোহনবাগানের, খেলার ফল ১-০

আইএসএল ২০২০-২১ : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লড়ে হার এটিকে মোহনবাগানের, খেলার ফল ১-০

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে লড়েও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতেই হল এটিকে মোহনবাগানকে। বার্থোলোমেউ ওগেবেছের একমাত্র গোলে ম্যাচ জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানেই দাঁড়িয়ে রইল মুম্বই। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে এটিকে মোহনবাগান।

আইএসএল ২০২০-২১ : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লড়ে হার এটিকে মোহনবাগানের, খেলার ফল ১-০

ম্যাচের প্রথম থেকেই চেনা ছন্দে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে মুম্বই সিটি এফসি। ওগেবেছে শিবিরের লাগাতার পরিকল্পিত আক্রমণে নাজেহাল হয়ে যায় এটিকে মোহনবাগানের রক্ষণভাগ। একবার তো গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় মউরতোদা ফল শিবিরকে। অন্যদিকে প্রথমার্ধে চেষ্টা করেও কোনও ইতিবাচক আক্রমণ তুলে আনতে পারেনি সবুজ-মেরুন। ফলে গোলশূন্যে অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

আজকের ম্যাচে চোট সারিয়ে এটিকে মোহনবাগানের জার্সিতে মাঠে নেমেছেন জাভি হার্নান্ডেজ। যদিও তাঁর উপস্থিতি প্রথমার্ধে সেভাবে চোখে পড়েনি। অন্যদিকে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে নিজেকে মেলে ধরতে পারেননি সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ। ফিকে লেগেছে ডেভিড উইলিয়ামস, মনবীর সিংকেও।

দ্বিতীয়ার্ধে দলে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটান এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। মনবীর সিংয়ের পরিবর্তে প্রবীর দাসকে নামানো হয়। গ্ল্যান মার্টিনেজের পরিবর্তে দ্বিতীয়ার্ধে নামানো হয় প্রণয় হালদারকে। তারপরেই এটিকে মোহনবাগানের খেলায় ব্যাপক পরিবর্তন আসে। প্রণয় হালদারের থ্রু নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মুম্বই সিটি এফসি-র ডি বক্সে ঢুকে পড়েন এডু গার্সিয়া। গোলরক্ষককে হারিয়ে দুর্দান্ত শটও নেন। কিন্তু বারে লেগে বল ফিরে আসে।

উল্টোদিকে খেলায় চাপ বাড়াতে থাকে মুম্বই সিটি এফসিও। প্রতি আক্রমণে উঠে এটিকে মোহনবাগান রক্ষণভাগে কম্পন বাড়ায় রনবীর কাপুরের দল। ম্যচের ৬৯ মিনিটে তেমনই এক পরিকল্পিত আক্রমণে মু্ম্বইয়ের হয়ে প্রথম গোল দেন বার্থোলোমেউ ওগেবেছে। গোল শোধ দিতে পারেনি আন্টোনিও লোপেজ হাবাসের দল।

ম্যাচের একদম শেষ মুহুর্তে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। মাথা গরম করে ফেলেন সবুজ-মেরুন শিবিরের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য, তিরিরা। ফলে রেফারিকে বেশ কয়েকবার হলূুদ কার্ড নিয়ে তেড়ে যেতে হয়।

English summary
ISL 2020-21 : Mumbai City FC beat ATK Mohun Bagan and stay on the top
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X