For Quick Alerts
For Daily Alerts
দশজনে খেলে জামশেদপুরকে ৩-২ গোলে হারাল কেরালা
ম্যাচ শেষের ২৩ মিনিট দশ জনে খেলেও জামশেদপুরকে ৩-২ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স। এই নিয়ে দশম রাউন্ডের শেষে কেরালা দ্বিতীয় জয় পেল। ম্যাচের ২২ মিনিটের মাথায় কোস্তা গোল করে দলকে এগিয়ে দেন। এরপরে ৩৬ মিনিটের মাথায় ভালস্কিস জামশেদপুরকে গোল এনে দিয়ে সমতা ফেরান।

এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে লালকার্ড দেখেন কেরালার লালরুয়াত্থারা। তবে তাতে ম্যাচে বিশেষ প্রভাব পড়েনি। কেরালা দাপট বজায় রেখে ম্যাচের ৭৯ ও ৮২ মিনিটে গোল করে। দুটি গোলই আসে জর্ডনের পা থেকে। এরপর ৮৪ মিনিটের মাথায় ভালস্কিস আর একটি গোল করলেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি।
এদিন হেরে জামশেদপুর ১০ ম্যাচে ৩টি জয় সহ ১৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রইল। অন্যদিকে কেরালা ১০ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে দশম স্থানে উঠে এল।