আইএসএল ২০২০ ২১ : এগিয়ে থেকেও জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র করল হায়দরাবাদ এফসি
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র সঙ্গে ড্র করল হায়দরাবাদ এফসি। ম্যাচের ফল ১-১। সেই সঙ্গে তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানেই রয়ে গেল আরিডেন সান্টানার দল। ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে না পারার কারণে পয়েন্ট তলিকার শীর্ষ স্থানে পৌঁছনোর সুযোগ হারাল হায়দরবাদ এফসি। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি।

বুধবারের ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য কায়েম করে হায়দরাবাদ এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে নতে থাকেন আরিডেন সান্টানা ও হালিচরণ নার্জরিরা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফলতা পেতে ব্যর্থ হয় হায়দরাবাদ এফসি। অন্যদিক প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় জামশেদপুর এফসিও। তবে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় হায়দরাবাদ এফসি। ৫০ মিনিটের মাথায় তার ফলও পাওয়া যায়। গোল করে হায়দরাবাদক এগিয়ে দেন অধিনায়ক আরিডেন সান্টানা। ৮৫ মিনিট পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রাখে চার মিনারের শহর। ওই মুহুর্তেই গোল শোধ দিয়ে জামশেদপুর এফসি-কে খেলায় ফেরান স্টিফেন এজে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় আইএসএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচ।
ম্যাচে ৫২ শতাংশ বলের দখল থাকে হায়দরাবাদ এফসি-র দখলে। ৪৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখে জামশেদপুর এফসি। ৩৫৭টি পাস খেলেছে হায়দরাবাদ। ৩২৬টি পাস খেলেছে জামশেদপুর এফসি।