আইএসএলে মুখোমুখি গোয়া ও মুম্বই, কোন দলের পাল্লা ভারী, সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে
সপ্তম আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি। ম্যাচ জিততে মরিয়া দুই দলই। ফলে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে দেখে নেওয়া যাক মুম্বই ও গোয়ার মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী। দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে।

মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বার জিতেছে এফসি গোয়া। চার জিতেছে মুম্বই সিটি এফসি। তিন বার দুই দলের মধ্যে ম্যাচ ড্র হয়েছে।

সম্ভাব্য প্রথম একাদশ
এফসি গোয়া : মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিচন ফার্নান্ডেজ, ইভান গঞ্জালেস, আইবান ডোহলিং, সেভিয়র গামা, এডু বেডিয়া, আলবার্তো নগুএরা, আলেকজান্ডার রোমারিও জেসুরাজ, ব্রান্ডোন ফার্নান্ডেজ, জর্জ অর্টিজ মেন্ডোজা, ইগর আংগুলো।
মুম্বই সিটি এফসি : অমরিন্দর সিং (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, স্বার্থক গৌলুই, মউরতাডা ফল, মান্দার রাও দেশাই, হেরনান সান্টানা, রাওলিং বোর্জেস, অ্যাডাম লে ফোন্ড্রে, হুগো বউবোউস, ফারুখ চৌধুরী, বার্থোলোমেউ ওগেবেছে।

কোন ছকে খেলা
বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে মাঠে দল নামাতে পারে এফসি গোয়া। একই ছকে প্রতিপক্ষকে ঘোল খাওয়াতে পারে মুম্বই সিটি এফসি।

ম্যাচ সংক্রান্ত তথ্য
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টার ও জিও টিভিতে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।
ইংল্যান্ডের ভারত সফর নিয়ে কোন আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়