এফসি গোয়ার জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি এসসি ইস্টবেঙ্গল? পাল্লা ভারী কোন দলের এবং কেন?
আইএসএল নিজেদের গত ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে চলতি মরসুমের প্রথম জয় হাসিল করেছিল এসসি ইস্টবেঙ্গল। এই প্রথম লাল-হলুদ শিবিরের খেলায় সত্যিকারের ভারসাম্য এবং বোঝাপড়া চোখে পড়েছে। এমতাবস্থায় বুধবার টুর্নামেন্টের অন্যতম কঠিন দল এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে রবি ফাওলারের দল। এই ম্যাচও কি জিততে পারবে এসসি ইস্টবেঙ্গল। মুখোমুখি লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী হওয়া উচিত এবং কেন, তা জেনে নিন।

লিগ তালিকায় অবস্থান
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। অন্যদিকে আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।

গোল সংখ্যায় প্রাধান্য কার
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২টি গোল করেছে এফসি গোয়া। তার মধ্যে ৯টি গোল করেছেন দলের স্প্যানিশ স্ট্রাইকার ইগর আনগুলো। চলতি টুর্নামেন্টে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত আটটি গোল করেছে। লাল-হলুদের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেছেন জ্যাকুয়াল মাঘোমা।

সবচেয়ে বেশি ক্লিনশিট
চলতি আইএসএলে এখনও পর্যন্ত একটি ক্লিনশিট আদায় করতে পেরেছে এফসি গোয়া। সমপরিমাণ ক্লিনশিট হাসিল করেছে এসসি ইস্টবেঙ্গলও। চলতি মরসুমে গোলমুখী ২০টি বল বাঁচিয়েছেন লাল-হলুদের গোলরক্ষক দেবজিত মজুমদার। ১৯টি বল বাঁচিয়েছেন এফসি গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজ।

পাল্লা ভারী কোন দলের
টুর্নামেন্ট এখনও পর্যন্ত চারটি ম্যাচ জেতা এফসি গোয়া যে শক্তির বিচারে এসসি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রধান স্ট্রাইকার ইগর আনগুলোর ওপর অতি নির্ভরতায় কোনও কোনও ম্যাচে ডুবতে হয়েছে গোয়াকে। অন্যদিকে ব্রাইট এনবাখারের অন্তর্ভূক্তিতে এসসি ইস্টবেঙ্গলের শক্তি কিছুটা বেড়েছে বলা চলে।

সৌরভের আইপিএলেও বেটিংয়ের চেষ্টা! ক্রিকেটারের কাছ থেকে গোপন তথ্য চাইলেন নার্স!