এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, মুখোমুখি সাক্ষাতে কাদের পাল্লা ভারী?
গত মরসুমের মতে এবারও আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। ম্যাচে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে বলে আশা ক্রীড়াপ্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
২০১৪ থেকে এখনও পর্যন্ত আইএসএলে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ বার জিতেছে কলকাতার দল। চারটি ম্যাচ জিতেছে কেরল। পাঁচ বার দুই দলের ম্যাচ অমীমাংসিত থেকেছে।

শেষ দুই সাক্ষাত
গত ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল এটিকে মোহনবাগান (তৎকালীন এটিকে)।

দুই বার ফাইনাল
২০১৪ থেকে এখনও পর্যন্ত দুই বার আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ফাইনালে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এটিকে মোহনবাগানের (তৎকালীন আটলোটিকো দে কলকাতা) হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ মুহূর্তের গোলে ম্যাচ এবং খেতাব জিতেছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। ২০১৬ সালের আইএসএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল টাইব্রেকারে ম্যাচ জিতেছিল কলকাতার দল।

দুই দলের গেম চেঞ্জার
এটিকে মোহনবাগান : ফিজিয়ান ও অস্ট্রেলিয়ান স্ট্রাইকার যথাক্রমে রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস দলের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন প্রবীর দাস, প্রণয় হালদার এবং সন্দেশ ঝিঙ্গানের মতো দক্ষ এবং অভিজ্ঞ ফুটবলাররা। গোলে অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগানকে ভরসা জোগাতে পারেন।
কেরালা ব্লাস্টার্স : স্ট্রাইকার ফাকুন্দো পেরেইরা, রাহুল কেপি এবং গ্যারি হুপার কেরালা ব্লাস্টার্সের প্রধান শক্তি। দলে রয়েছেন ভিসেন্টে গোমেজ, জ্যাকসন সিং এবং সাহাল আব্দুল সামাদের মতো চৌখোস ফুটবলাররা।
সপ্তম আইএসএলের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের সম্ভাব্য প্রথম একাদশ