আইএসএলের শক্তিমান মুম্বইয়ের সামনে এসসি ইস্টবেঙ্গল, কী বলছে পরিসংখ্যান? কার পাল্লা ভারী?
চলতি আইএসলের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধ মাস্ট উইন ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। জিতলে এক ধাপে লিগ তালিকার অনেকটা ওপরে উঠে যাবেন রবি ফাওলারের ছেলেরা। কিন্তু মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে এই কাজ হাসিল করা যে শতত কঠিন কাজ, তা ভালই জানে লাল-হলুদ। সেই আবহে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান এবং শক্তি দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত এক বার মুখোমুখি হয়েছে দুই দল। টুর্নামেন্টের চলতি সংস্করণের প্রথম সাক্ষাতে এসসি ইস্টবঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছিল অভিনেতা রনবীর কাপুরের দল। তবে এবার লড়াই আর আগের মতো একপেশে হবে না বলেই বিশ্বাস করেন ফুটবল প্রেমীরা।

লিগ তালিকায় অবস্থান
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ২৬ পয়েন্ট হাসিল করেছে মুম্বই সিটি এফসি। আটটি ম্যাচ জেতার পাশাপাশি মাত্র একটি হার হজম করতে হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলকে। গোল পার্থক্যেও (১৩) সবার থেকে এগিয়ে মুম্বই। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইএসল তালিকার দশম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোল পার্থক্য -৫।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি গোল করছেন অ্যাডাম লে ফনড্রে। এসসি ইস্টবেঙ্গলের হয়ে সর্বাধিক ৩ গোল করেছেন মাট্টি স্টেইনম্যান ও জ্যাকুয়াস মাঘোমা। দলগত ভাবে টুর্নামন্টে সবচেয়ে বেশি ১৭টি গোল করেছে মুম্বই সিটি এফসি। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের গোল সংখ্যা ১১।

ক্লিনশিট ও সেভ
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাতটি ক্লিনশিট রয়েছে মুম্বই সিটি এফসি-র নামের পাশে। গোলরক্ষক অমরিন্দর সিংয়ের দস্তানা থেকে এসেছে ২৬টি সেভ। অন্যদিকে ক্লিনশিট সংখ্যা (৩টি) কম হলেও সেভের (৪১টি) নিরিখে সবার ওপরে রয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার।

পাল্লা ভারী কোন দলের
ধারে, ভারে এবং শক্তিতে মুম্বই সিটি এফসি যে এসসি ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে, তা মেনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা। তবে গত সাত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখে মনে হয় যে শুক্রবার অঘটন ঘটলেও ঘটে যেতে পারে।
ইছামতীর কোলঘেঁষা পারমাদানে ঘুমিয়ে নীরবতার সৌন্দর্য্য, ঘরের কোণে লুকিয়ে শান্তি