আইএসএল যুদ্ধে এবার এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরল, পাল্লা ভারী কোন দলের?
আইএসএলের দ্বিতীয় লিগ পর্বে প্রথম বার মাঠে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রবি ফাওলারের দল। ম্যাচে তুল্যমূল্য লড়াই দেখতে চান ফুটবল প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক যে মুখোমুখি পরিসংখ্যান ও পারফরম্যান্সে কোন দল কতটা এগিয়ে।

মুখোমুখি সাক্ষাৎ
এখনও পর্যন্ত আইএসএলে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। চলতি টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রায় ৯০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর সেই ব্যবধান ধরে রাখতে পারেনি লাল-হলুদ।

লিগ তালিকায় অবস্থান
চলতি আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে দুটিতে জিততে সক্ষম হয়েছে এসসি ইস্টবেঙ্গল। চারটি ম্যাচ হেরে যাওয়ার পাশাপাশি চারটি ড্র করেছে রবি ফাওলারের দল। ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে অবস্থান করছে লাল-হলুদ। ১০ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স।

সবচেয়ে বেশি গোল
এসসি ইস্টবেঙ্গলের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তিন গোল করেছেন জ্যাকুয়াস মাঘোমা ও মাট্টি স্টেইনম্যান। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন জর্ডন মারে।

ক্লিনশিট ও সেভ
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৩টি সেভ এসেছে এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের গ্লাভস থেকে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে তা সর্বাধিক। ৩১টি সেভ রয়েছে কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক আলবিনো গোমসের নামের পাশে। দুই দলের ঝুলিতেই রয়েছে দুটি করে ক্লিনশিট।

পাল্লা ভারী
ধারে, ভারে এবং পয়েন্টের নিরিখে দুই দলই কার্যত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফলে এসসি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়। যে দল জিতবে, তারা লিগ তালিকার অনেকটা ওপরে উঠে যাবে।

এবার বিদেশি ক্লাবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য হাত বাড়াল এসসি ইস্টবেঙ্গল, নজরে কারা?