আইএসএল ২০২০-২১ : ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এল চেন্নাইইন এফসি
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে দিল চেন্নাইইন এফসি। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচ ২-১ ফলে শেষ হয়। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল অভিনেতা অভিষেক বচ্চনের দল। ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সর্বশেষ অর্থাৎ একাদশতম স্থানেই দাঁড়িয়ে রইল ওড়িশা এফসি।

ম্যাচের প্রথমার্ধে নিজেকে মেলে ধরতে পারেনি ওড়িশা এফসি। উল্টে শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকনে চেন্নাইইন এফসি। প্রতিপক্ষের লাগাতার আক্রমণে খেই হারিয়ে ফেলে ওড়িশা এফসি-র রক্ষণভাগের ফুটবলাররা। দুটি গর্হিত ভুল করে ফেলেন সেন্ট্রাাল ডিফেন্ডার গৌরব বোরা। তার সুযোগ নিয়ে ম্যাচের ১৫ মিনিটে ঠান্ডা মাথায় গোল দিয়ে চেন্নাইকে এগিয়ে দেয় এসমায়েল গঞ্জালেস বা ইসমা।
এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে ওড়িশা এফসি। পাল্টা আক্রমণে উঠতে থাকে চেন্নাইইন এফসিও। ম্যাচের ২১ মিনিটে চাপে পড়ে আবারও ভুল করে ফেলেন ওড়িশার ডিফেন্ডার গৌরব বোরা। তাঁর কৃতকর্মের জন্যই পেনাল্টি পেয়ে যায় চেন্নাইইন এফসি। স্পট কিক থেকে গোল দিয়ে চেন্নাইইন এফসি-র হয়ে ব্যবধান বাড়ান সেই ইসমা।
দ্বিতীয়ার্ধের শুরুতে দলে দুটি পরিবর্তন আনে ওড়িশা এফসি। জেরি এবং মার্সেলিনহো-কে তুলে নেওয়া হয়। পরিবর্ত হিসেবে যথাক্রমে লালহলিমপুইয়া এবং দিয়েগো মাউরিসিও-কে নামানোর পাশাপাশি রণনীতিতেও পরিবর্তন আনেন ওড়িশা এফসি-র কোচ। আক্রমণে গতি বাড়ানো হয়। প্রতিপক্ষের মুহুর্মুহ আক্রমণে চাপ বাড়ে চেন্নাইইন এফসি-র রক্ষণভাগে। মাউরিসিও-কে সামনে রেখেই একের পর এক ইতিবাচক মুভ তৈরি করতে থাকে ওড়িশা এফসি। সেই সঙ্গে বলের নিয়ন্ত্রণও চলে যায় চেন্নাইইন এফসি-র বিপক্ষে।
ম্যাচের ৬৩ মিনিটে চেন্নাইইন রক্ষণভাগের খামতির ফায়দা তোলেন দিয়েগো মাউরিসিও। আলেকজান্ডারের মাপা পাস থেকে নিখুঁত শটে এক গোলের ব্যবধান কমান ওড়িশা এফসি-র ব্রাজিলিয় ফরোয়ার্ড। এরপর দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ অন্য উচ্চতায় পৌঁছে যায়। ম্যাচে ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ওড়িশা। ৪৫ শতাংশ বলের দখল থাকে চেন্নাইইন এফসি শিবিরে।