আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে ১ পয়েন্ট অর্জন বেঙ্গালুরু ও নর্থইস্টের, খেলার ফল ১-১
বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটে়ডের মধ্যে ড্র দিয়েই শুরু হল আইএসএলের দ্বিতীয় লিগ পর্ব। হাড্ডাহাড্ডি ম্যাচে ১-১ ফল নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে বেঙ্গালুরু। সম পরিমাণ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।
এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একদিকে আক্রমণে উঠে প্রতিপক্ষের আক্রমণভাগে কম্পন ধরায় বেঙ্গালুরু এফসি। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় নর্থইস্ট ইউনাইটেড। ২৭ মিনিটে লুইস মাচাাদোর সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় অভিনেতা জন আব্রাহামের দল। প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেননি সুনীল ছেত্রীরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য হন্যে হয়ে ছুটতে থাকে বেঙ্গালুরু এফসি। প্রতিপক্ষের আক্রমণভাগে একের পর এক পরিকল্পিত আক্রমণ তুলে আনতে থাকেন সুূনীল ছেত্রী, ক্লেইটন সিলভারা। সেই সময় বেশ কয়েকটি সেট পিসও পেয়ে যায় বেঙ্গালুরু। ম্যাচের ৪৯ মিনিটে ধীর গতিতে ছুটে আসা প্রতিপক্ষ দলের রাহুল ভেকের লং রেঞ্জারের ফ্লাইট মিস করেন নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমীত সিং। সেই ম্যাচে সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি।
এরপর আক্রমণ ও প্রতি-আক্রমণে খেলা আরও জমে ওঠে। বেশ কয়েকবার গোলের মুখ খুলেও ফেলেন দুই দলের খেলোয়াড়রা। তবে সফলতা আসেনি। ফলে ১-১ ফলেই শেষ হয় ম্যাচ। খেলায় ৪০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে নর্থইস্ট ইউনাইটেড। বেঙ্গালুরু এফসি-র কাছে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে।