For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০২০-২১ : এফসি গোয়াকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছল এটিকে মোহনবাগান

আইএসএল ২০২০-২১ : এফসি গোয়াকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছল এটিকে মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

৮৩ মিনিটের পেনাল্টি বাঁচিয়ে দিল এটিকে মোহনবাগানকে। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। অন্যদিকে প্রাধান্য কায়েম করেও হেরেই মাঠ ছাড়তে হল গোয়াকে। এই জয়ের ফলে ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্টে অবস্থান করছে এটিকে মোহনবগান। সম পরিমাণ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেল এফসি গোয়া।

আইএসএল ২০২০-২১ : এফসি গোয়াকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছল এটিকে মোহনবাগান

শুরু থেকেই ম্যাচে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শুরুতেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় সবুজ-মেরুন। উল্টে এফসি গোয়ার তরফে কোনও ইতিবাচক মুভ চোখে পড়েনি। তালমিলের অভাবে বেশ কয়েকবার ভুল করে ফেলেন গোয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে গোলের কাছে পৌঁছে গিয়েও সফলতা পেতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। ইতিমধ্যে প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার সবুজ-মেরুন ডিফেন্সকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেয় এফসি গোয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। অন্যদিকে আল্ট্রা ডিফেন্সিভ রণনীতি খেলতে গিয়ে বশ কয়েকবার নিজেদের জন্য বিপ ঢেকে আনে এটিকে মোহনবাগান। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সফলতা পাননি এফসি গোয়ার ফুটবলাররা। অন্যদিকে প্রতি-আক্রমণে উঠলেও গোল পাচ্ছিল না সবুজ-মেরুন। আশি মিনিটের পর আক্রমণে গতি বাড়ায় এটিকে মোহনবাগান। ৮৩ মিনিটের মাথায় বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়া রয় কৃষ্ণাকে ফেলে দেন এফসি গোয়ার ডিফেন্ডার। ফলে পেনাল্টি পেয়ে যায় আন্টোনিও লোপেজের দল। স্পট কিক থেকে ম্যাচের ফলাফল নির্ধারক গোল করতে ভুল করেননি ফিজির স্ট্রাইকার।

যদিও এই ম্যাচে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স খুশি করতে পারেনি ফুটবল প্রেমীদের। ম্যাচে মাত্র ২৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে হাবাসের দলের কাছে। নিজেদের মধ্যে ১৯৯টি পাস খেলেন সবুজ-মেরুন ফুটবলাররা। ৭৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখার পাশাপাশি নিজেদের মধ্যে ৫০৭টি পাস খেলেন এফসি গোয়ার ফুটবলাররা। তা থেকেই বোঝা যায় যে প্রভাব বিস্তার করেও শুধুমাত্র ফিনিশংয়ের অভাবে ম্যাচ হারতে হয়েছে গোয়াকে।

English summary
ISL 2020-21 : ATK Mohun Bagan beat FC Goa and reach to the second spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X