For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খুশির খবর! ফাউল ছিল না লাল কার্ড বাতিলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবেন এই তারকা

ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খুশির খবর! ফাউল ছিল না লাল কার্ড বাতিলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবেন এই তারকা

  • |
Google Oneindia Bengali News

শনিবার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে লড়াই এসসি ইস্টবেঙ্গলের। গোয়ার বিরুদ্ধে গত ম্যাচে লাল কার্ড দেখায়, আজকের ম্যাচে সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিয়েল ফক্সের নামায় বাধা ছিল।

ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খুশির খবর! ফাউল ছিল না লাল কার্ড বাতিলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবেন এই তারকা

তবে সেই লাল কার্ড দেখা নিয়ে বিতর্ক রয়েছে। এরপরই শনিবার সকালে আরও একবার গত ম্যাচের ভিডিও ফুটেজ দেখে সেই লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ফেডারেশন কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন।

দেখা যায়, ফক্সের ট্যাকল কোনও মতেই 'ফাউল' ছিল না। ফলে সেখানে রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ভুল। এই ভুল বুঝেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফক্সের নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেয় এআইএফএফ।

ফক্সের উপর থেকে নির্বাসন উঠে গেলেও হেড কোচ রবি ফাওলারের এক ম্যাচের নির্বাসন বহাল থাকছে। ফলে আজকে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মাঠে তাঁর পরিবর্তে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে বেঞ্চে বসবেন দলের টেকনিক্যাল ডিরেক্টর টনি গ্রান্ট। কোচ রবি ফাওলারকে গ্যালারি থেকেই ম্যাচ দেখতে হবে।

প্রসঙ্গত এই প্রথম নয়, গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগেও ইস্টবেঙ্গলের একাধিক ম্যাচে ভুল রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। জামশেদপুরের বিরুদ্ধে ১০ জন হয়ে যাওয়ার পরও অ্যান্টনি পিলকিংটনরা ম্যাচ ড্র করেছিল। সেই ম্যাচে ইউজেনসিং লিংডোকে জোড়া হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। অন্যদিকে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দুবার নায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়।

English summary
Isl 2020-21: aiff lifted ban on danny fox for miss understandings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X